মনোজ বন্দ্যোপাধ্যায়, আসানসোল: ‘কট্টর বিজেপি (BJP) সমর্থকদের চমকাতে হবে। যাতে তাঁরা ভোট দিতে না যান।’ পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পাণ্ডবেশ্বরের (Pandaveswar) তৃণমূল (TMC) বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই ভাইরাল ভিডিও ঘিরে জেলার রাজনীতিতে বিতর্ক তুঙ্গে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
তৃণমূল বিধায়কের মন্তব্যের সমালোচনায় বিজেপি
আগামী ১২ এপ্রিল আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রে উপনির্বাচন (By election)। পাণ্ডবেশ্বর বিধানসভাও তার মধ্যে পড়ছে। উপনির্বাচনের আগে তৃণমূল বিধায়কের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, ‘মানুষ ভোট দিলে ওদের অসুবিধে হবে এটা বুঝতে পেরেই এই ধরনের মন্তব্য করা হয়েছে।’
পুরনো ভিডিও, দাবি বিধায়কের
গতকাল দলীয় কর্মীদের নিয়ে এক সভায় তৃণমূল বিধায়ক এই মন্তব্য করেছেন বলে অভিযোগ। যদিও পাণ্ডবেশ্বরের বিধায়কের দাবি, ‘পুরনো ভিডিও। এখন উপনির্বাচনের মুখে এই সব করে উত্তেজনা তৈরির চেষ্টা চলছে।’
তৃণমূলকে আক্রমণ অমিত মালব্যর
পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের সমালোচনা করে বিজেপি নেতা অমিত মালব্যর ট্যুইট, ‘বিজেপি সমর্থক এবং ভোটারদের খোলাখুলি ভয় দেখাচ্ছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। তাঁদের বলছেন, ঘর থেকে না বেরোতে এবং ভোট না দিতে। ভোট দিলে তার ফল ভোগ করতে হবে বলে হুমকিও দিয়েছেন। এই ধরনের দুষ্কৃতীদের জেলের ভিতরে থাকার কথা। কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এঁদের মদত দেন।’
১২ এপ্রিল আসানসোলে উপনির্বাচন
চৈত্রের গরমের মধ্যে আসানসোলে আরও একটা যুদ্ধ। উপনির্বাচনের লড়াইয়ের জন্য এভাবেই প্রস্তুতি নিচ্ছেন তিন শিবিরের তিন রথী। আসানসোলে আসার পর থেকে কোনও প্রচার বা সভা নয়, কর্মিসভায় ব্যস্ত বলিউড তারকা শত্রুঘ্ন সিন্হা। তৃণমূল প্রার্থীর সঙ্গে সর্বক্ষণ থাকছেন তাঁর স্ত্রী। কর্মিসভার মাধ্যমে তৃণমূল প্রার্থী প্রস্তুতি শুরু করে দিলেও, বাম ও বিজেপি প্রার্থী প্রচারে ঝড় তুলেছেন। বাড়ি বাড়ি প্রচার করছেন সিপিএম প্রার্থী পার্থ মুখোপাধ্যায়। প্রচারে ব্যস্ত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালও। তৃণমূল প্রার্থীকে বহিরাগত বলে আক্রমণ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছেন শত্রুঘ্ন।
আরও পড়ুন অশান্তি রুখতে তৎপরতা, আসানসোলের বিভিন্ন এলাকায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের
আসানসোলে এবার চর্তুমুখী লড়াই। শেষ হাসি কে হাসবেন, তা জানা যাবে ১৬ এপ্রিল।