মুম্বই: আইপিএলে তাঁরা একে অপরের প্রবল প্রতিপক্ষ। একজন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) মেন্টর। অন্যজন দিল্লি ক্যাপিটালসের (DC) ডিরেক্টর অফ ক্রিকেট। তবে বন্ধুত্বে ভাঁটা পড়েনি। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) এখনও সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নিয়ে আবেগপ্রবণ।
সোমবার পঞ্চাশ পূর্ণ করছেন সচিন। জন্মদিনের আগে তিনি মজা করে বলেছেন, কেরিয়ারের মন্থরতম হাফসেঞ্চুরি। জন্মদিনের আগে ট্যুইটারে প্রথমবার '#আস্কসচিন' শুরু করেছিলেন মাস্টার ব্লাস্টার। সেখানে এক অনুরাগী, যিনি সোশ্যাল মিডিয়ায় নিজেকে সৌরভের ভক্ত বলে পরিচয় দেন, তিনি সচিনের কাছে অনুরোধ করেন দাদাকে নিয়ে একটা শব্দ বলার জন্য। সপ্রতিভ জবাব দেন মাস্টার ব্লাস্টার। লেখেন, 'দাদি'। সঙ্গে ইমোজিও পোস্ট করেন। সৌরভকে ট্যাগও করেন সচিন।
একটা সময় ওয়ান ডে ক্রিকেটে ওপেনিং করতেন সচিন ও সৌরভ। বিশ্ব ক্রিকেটে ওপেনিং জুটি হিসাবে সবচেয়ে বেশি রান ছিল দুজনের। মাঠে সচিন-সৌরভের জুটি বিপক্ষ বোলারদের ত্রাস ছিলেন। মাঠের বাইরেও দুজন ঘনিষ্ঠ বন্ধু। সচিন ফের একবার দেখালেন, সৌরভের প্রতি তাঁর অন্তহীন আবেগ। এবার সোশ্যাল মিডিয়ায়। সচিনের উত্তর বেশ ভাইরাল হয়েছে।
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই জীবনের ক্রিজে অর্ধশতরান হাঁকাবেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সেই উপলক্ষ্যেই শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম পাঞ্জাব কিংসের ম্যাচে সচিনের জন্মদিন উপলক্ষ্যে দুরন্ত সেলিব্রেশনের আয়োজন করেছিল মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। দর্শকদের জন্য ম্যাচে একাধিক সারপ্রাইজও অপেক্ষা করে ছিল।
মুম্বই ইন্ডিয়ান্স ২৫ এপ্রিল আবার মাঠে নামলেও, সেই ম্যাচ আমদাবাদে খেলা হবে। তাই সচিনের জন্মদিনের আগে শনিবারই মুম্বইয়ের ঘরের মাঠে শেষ ম্যাচ। সেই কারণে শনিবারই সচিনের জন্মদিন পালনের উদ্যোগ নেওয়া হয়। সচিন আজ থেকে ১০ বছর আগেই মুম্বইয়ের এই ওয়াংখেড়ে ময়দানেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। আবার তিনি ১০ নম্বর জার্সি পরেই মাঠে নামতেন। সেই কারণেই মুম্বইয়ের তরফে প্রথম ইনিংসের দশম ওভার শেষে মাঠে উপস্থিত সকলকে সচিন, সচিন রব তোলার জন্যও আহ্বান করা হয়। এছাড়া মাঠে সচিনের ছবি দেওয়া মাস্ক পরিহিত সমর্থকদেরও দেখা যায়।
মুম্বইয়ে সচিন কাটলেন পেল্লাই কেকও। আসলে ১৯৯৮ সালে শারজাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩১ বলে ১৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন সচিন। সেই ইনিংসের ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটলেন তিনি। মুম্বইয়ে এই উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিনের অসংখ্য অনুরাগীও।