অণির্বাণ বিশ্বাস, আবির দত্ত: এবার খাস কলকাতার বুকে বেলেঘাটায়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ফের হামলার অভিযোগ উঠল। ৩৪ নম্বর ওয়ার্ডের রাসমণি বাজার এলাকায়, তৃণমূলকর্মীর মা ও ভাইকে কোপানোর অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, সোমবার তৃণমূলকর্মী বাপি দাসের বাড়িতে চড়াও হন সৌরভ দাস। বাপিকে বাড়িতে না পেয়ে কোপানো হয় তার মা ও ভাইকে। তৃণমূল কর্মীর বাড়িতে ছুরি নিয়ে হামলার ঘটনায় অভিযোগের তিরও তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠের শাকরেদের বিরুদ্ধে। এলাকা দখলের লড়াই , এমনটাই দাবি স্থানীয়দের। আর এই ঘটনায় স্বাভাবিক ভাবেই থমথমে বেলেঘাটা। অভিযুক্ত সৌরভ দাস বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের ঘনিষ্ঠ রাজু নস্করের শাগরেদ। অন্যদিকে, বাপি দাস ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অলোক দাসের ঘনিষ্ঠ।                         


তৃণমূল কর্মী বাপি দাসের অভিযোগ, গতকাল বাড়িতে চড়াও হয়ে তাঁকে না পেয়ে তাঁর মা-ভাইকে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায় রাজুর শাগরেদ সৌরভ দাস। যদিও রাজুর দাবি, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। একই দাবি করেছে বেলেঘাটা থানার পুলিশ।  তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ রাজু নস্করের বক্তব্য, 'আমি সারাদিন সরস্বতী পুজোয় ব্যস্ত ছিলাম। যতদূর জানি যারা আক্রান্ত হয়েছে তাঁদের সঙ্গে সৌরভের সম্পর্ক কাকা-ভাইপোর। ফলে বিষয়টি পারিবারিক। রাজনীতির কোনও সম্পর্ক নেই।' বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনায় সৌরভ দাসকে গ্রেফতার করেছে বেলেঘাটা থানার পুলিশ।