দিনহাটা : ফের বিতর্কে উদয়ন গুহ (Udayan Guha)। ‘টিকিট পেলে ভাল, না পেলেও দলের হয়েই কাজ করতে হবে, না হলে দরজা বন্ধ।’ প়ঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে দলীয় কর্মীদের এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল বিধায়ক (TMC MLA) উদয়ন গুহ।


দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, "টিকিট পেলে ভাল, না পেলেও দলের হয়েই কাজ করতে হবে, না হলে দরজা বন্ধ। দলের ক্ষতি করলে দল ছেড়ে কথা বলবে না। টিকিট পেলে দল ভাল, না পেলে দল খারাপ। এই কথা যে বলবেন, তাঁর মুখে সেলোটেপ লাগিয়ে দেওয়া হবে।"


দিনকয়েক আগেই তৃণমূল ভাল ফল না করলে, রাস্তা হবে না বলে হুমকি দিয়েছিলেন উদয়ন। দিনহাটার (Dinhata) আমবাড়িতে দলীয় সভায় যোগ দিয়ে মন্ত্রী বলেছিলেন, লোকসভায় হেরেছি, বিধানসভায় হেরেছি, পঞ্চায়েত ভোটে তৃণমূল ভাল ফল না করলে, রাস্তা হবে না।


উদয়ন গুহ-র যে মন্তব্যের পরই শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। জেলা বিজেপির (BJP) সাধারণ সম্পাদক বিরাজ বসুর কটাক্ষ করেন, মন্ত্রী হওয়ার যে শপথ নিয়েছিলেন, সেটা ভুলে গেছেন উদয়ন গুহ। 


'ছেলে পড়াশোনা না করলে মা অনেক সময় বলে খেতে দেব না, তা বলে কি খেতে দেয় না', পাল্টা সাফাই দেন রাজ্য তৃণমূলের মুখপাত্র (TMC Spokesperson) পার্থপ্রতিম রায়।


উদয়নের বিস্ফোরক মন্তব্য


এর আগেও মুখ খুলে বিতর্কে জড়িয়েছিলেন উদয়ন গুহ। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, 'যেগুলো বলা যায় না সবসময় সেটাই বলছি, এই রাস্তা তখনই হবে যখন আমরা (তৃণমূল) পঞ্চায়েত ভোটে ভাল ফল করব। আপনারা আমাদের লোকসভা নির্বাচনে ভোট দেননি। যাকে ভোট দিয়েছেন, তিনি আপনাদের জন্য কী করেছেন ?'


উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর যে মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, 'তৃণমূল যে কিছুই কাজ করেনি, শুধু কাটমানি আর জনগণের সম্পত্তি লুঠ করেছে, এই বক্তব্য তা আরও একবার প্রমাণ করে দিচ্ছে। যদি কিছু করতেন, তাহলে মানুষকে শাসানোর দরকার হত না। মানুষ জানেন তৃণমূল থাকলে কাজ হবে না, বরং গেলেই হবে। তাই আবহাওয়া খারাপ বুঝে মানুষকে হুমকি দিচ্ছেন তৃণমূল নেতারা।'


আরও পড়ুন ; বাবাকে নিয়ে উদয়ন গুহর তীর্যক মন্তব্য, পদত্যাগের দাবি উঠল তাঁর পরিবার থেকেই