কলকাতা: 'যাঁকে ইচ্ছা, তাঁকে ভোট দেবেন। কিন্তু ধর্মের নামে নয়, কর্মের নামে ভোট দেবেন', সংহতি মিছিল শেষে পার্ক সার্কাসে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek banerjee on Sanhati Rally) । বললেন, ' তৃণমূল, সিপিএম, বিজেপি--যাকে মনে হয় তাঁকে ভোট দেবেন। কিন্তু ধর্মের নামে নয়, কর্মের নামে ভোট দেবেন।' আবাস যোজনা, ১০০ দিনের কাজের টাকা ইত্যাদির কথা মাথায় রেখে যাতে ভোট দেওয়া হয়, সেই মর্মে আর্জি জানান ডায়মন্ড হারবারের সাংসদ।


আর যা...
সংহতি মিছিল শেষে অভিষেক বলেন, 'আমরা ধর্ম কেন্দ্র করে রাজনীতি করি না। বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি, নানা দেশ, নানা মত, নানা পরিধানের মন্ত্রে।' সঙ্গে জীবসেবাই শিবসেবার মন্ত্র মনে করিয়ে 'সর্বাত্মক লড়াইয়ের'ও ডাক দেন তিনি। বলেন, 'আমি একজন হিন্দু, বাড়িতে তা পালন করব। কিন্তু যখন আমি মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, তখন আমার কোনও ধর্ম নেই। আমার একটাই ধর্ম, মানবধর্ম। মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া।' তাঁর আক্রমণ, 'গরিব মানুষকে বঞ্চিত রেখে ধর্মীয় অনুষ্ঠানে পৌঁছে ভুল বোঝানোর চেষ্টা শুরু হয়েছে। ' তবে গণতন্ত্রে যে মানুষই শেষ কথা বলেন, সেটিও মনে করিয়েছেন অভিষেক। তাঁর মতে, '২০১৪ এবং ২০১৯ সালে ভারতের মানুষ যা ভেবে ভোট দিয়েছিলেন, আজ তা বাস্তবায়িত হয়েছে। ২০২৪ সালে যদি ১০০ দিনের কাজের টাকার কথা মাথায় রেখে ভোট দেন, আপনার পাড়ায়-গ্রামের রাস্তার হাল সামনে রেখে ভোট দেন, তা হলে যত বড় নেতা হোন, আপনার টাকা আটকে রাখতে পারবেন না।' গত বছর, পঞ্চায়েত ভোটের আগেও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বার বার সরব হতে শোনা গিয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে। বকেয়া আদায়ে দিল্লিতে কৃষি ভবনে দলীয় সাংসদদের নিয়ে তাঁর আন্দোলন তোলপাড় ফেলে। বস্তুত, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগের সুরটি মূলত বেঁধে দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ নির্বাচনের আগে সেই পথেই আক্রমণ শানানোর চেষ্টা শুরু করেছেন অভিষেক। তবে আজ, যখন অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা হল, তখন এ রাজ্যে 'সংহতি মিছিল' ও তার পরে তৃণমূল সাংসদের এই বার্তার অন্য তাৎপর্য তৈরি করেছে। 
২০২৪ সালের নির্বাচনের আগে রামলালার প্রাণপ্রতিষ্ঠা ঘিরে দেশ-বিদেশে উত্তেজনা তুঙ্গে উঠেছিল। সেই পর্বের প্রতিটি মুহূর্তে নজর রেখেছেন বহু মানুষ। রাজনৈতিক মহলের দাবি, নির্বাচনের কয়েক মাস আগে নিজেদের পুরনো প্রতিশ্রুতি পালন করে একদিকে যখন জোরাল বার্তা দেওয়ার চেষ্টা করল বিজেপি, তখনই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে শান দিয়ে রাখল তৃণমূল শিবির।


আরও পড়ুন:রামমন্দির নিয়ে অনুষ্ঠানে হাজির BJP সাংসদ, তাড়ালেন গ্রামবাসীরা