কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, কলকাতা: নিয়োগ-দুর্নীতির মামলায়, এ বার বিজেপি-র (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) গ্রেফতারির দাবিতে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) সিজার লিস্টে দেখা যায়, এসএসসি দুর্নীতিতে গ্রেফতার হওয়া মিডলম্যানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দিলীপের দলিল। এ নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতিরও দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল (TMC) সাংসদ তথা দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক।
সরাসরি দিলীপের গ্রেফতারির দাবি জানালেন অভিষেক
এসএসসি’র নিয়োগ দুর্নীতির মামলায়, মিডলম্যান প্রসন্ন রায়কে গ্রেফতার করেছে সিবিআই। তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া জিনিসপত্রের যে সিজার লিস্ট সিবিআই পেশ করেছে, তাতে দেখা গেছে দিলীপ ঘোষের নামও। সিজার লিস্ট অনুযায়ী, নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত মিডলম্যানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দিলীপের দলিল।
সেই তথ্যকে হাতিয়ার করেই, এবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক। তা নিয়েই মঙ্গলবার সুর চড়ান অভিষেক। তিনি বলেন, "পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানের সময় অর্পিতা মুখোপাধ্যায়ের নামে দলিল পাওয়া গিয়েছে। সেই কারণে অর্পিতার বাড়িতে তল্লাশি চালানো হয়। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। প্রসন্ন রায়ের বাড়িতেও দিলীপের দলিল পাওয়া গিয়েছে। তা হলে দিলীপের বাড়িতে কেন তল্লাশি চালানো হল না?"
আরও পড়ুন: Sukanta Majumdar: ‘কালই তো বললেন টাকা লাগবে না!’ কেন্দ্রকে নিশানা করায় মমতাকে পাল্টা সুকান্তর
SSC মামলায় ধৃত মিডলম্যানের বাড়িতে দিলীপের দলিল উদ্ধার হওয়া নিয়ে সরাসরি দিলীপের গ্রেফতারি দাবি তোলেন অভিষেক। মঙ্গলবার এই প্রসঙ্গে বলতে গিয়ে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বলেন, "কিছু দিন আগে এক সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, যাঁরা দোষী, তাঁরা শাস্তি পাবেন। তা হলে তা সুনিশ্চিত করুন। দিলীপকে কেন গ্রেফতার করা হবে না? আদালতের কাছে প্রশ্ন রাখছি।"
দিলীপের গ্রেফতারির দাবিতে পার্থ-অর্পিতার উল্লেখ অভিষেকের
নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য গ্রেফতার হয়েছেন। পাল্টা দিলীপ ঘোষের নাম নিয়ে এবার সুর চড়াচ্ছে তৃণমূল। যদিও এর পাল্টা রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি-কে দিয়ে তদন্ত করানোর পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য।