পুরুলিয়া: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব চলছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। এদিন পুরুলিয়ার হুটমুড়ায় ওই কর্মসূচি থেকেই ফের বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের টাকা আটকে রাখার অভিযোগ তুললেন।
একাধিক বিষয় নিয়ে কেন্দ্র-রাজ্য সম্পর্কে এখন নানাভাবে টানাপড়েন চলছে। কখনও বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক ভাবে ব্যবহারের অভিযোগ তুলছে তৃণমূল। কখনও রাজ্যের প্রাপ্য আটকে রেখে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সমস্যা তৈরি করছে বলেও অভিযোগ করেছে তৃণমূল। নবজোয়ার কর্মসূচি থেকে বারবার পদ্মশিবিরকে নিশানা করেছেন অভিষেক। সেই ধারাই বজায় থাকল পুরুলিয়াতেও।
কী বলেছেন অভিষেক:এদিন অভিষেক বলেন, 'বাংলার টাকা আটকে রেখেছেন নরেন্দ্র মোদি। বিজেপি ভোটে হোঁচট খেয়েছে বলে, বাংলার টাকা আটকে রেখেছে। মোদিকে চিঠি লিখে বলুন- আমার অধিকারের টাকা, আমাকে দিতে হবে।' টাকা জোগাড় করতে দিল্লির বুকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সামনেই পঞ্চায়েত ভোট, আগামী বছর লোকসভা ভোট। সেই ভোটের প্রসঙ্গ তুলেই অভিষেকের বার্তা, 'প্রধানমন্ত্রীর হাতে রিমোট থাকলে, আপনার হাতে ইভিএমের বোতাম আছে। অনেক হয়েছে নোটবন্দি, আর নোট বাতিল নয়, এবার প্রধানমন্ত্রীকে বাতিল করতে হবে।'
বিজেপির কটাক্ষ:অভিষেকের বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'এই টাকা মানুষের টাকা, দিল্লির টাকা নয়, কেন্দ্রের টাকা নয়। মানুষের টাকা মানুষের কাছে ফিরে আসার পথে সবচেয়ে বড় অন্তরায় তৃণমূল। এই কোভিডোত্তর কালে যে মানুষটার দিকে সারা পৃথিবীর নানা দেশ তাকিয়ে আছে তিনি নরেন্দ্র মোদি।'
প্রায় মাসখানেকের কাছাকাছি সময় ধরে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি চলছে। এর আগে বাঁকুড়ায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সিমলাপাল (Simlapal) থেকে খাতড়া ঢোকার আগে কুড়মিদের (Kurmi) বিক্ষোভের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁদের দাবিগুলিকে অবিলম্বে মান্যতা দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখানো হয়েছিল। বিক্ষোভের সামনে পড়ে গাড়ি দাঁড় করিয়ে অভিযোগ শোনেন অভিষেক। পথে এর আগে আরও একবার কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েছিল অভিষেকের গাড়ি। গাড়ির কাচ নামিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছিলেন অভিষেক। কুড়মি আন্দোলন নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত জঙ্গলমহল। কয়েকদিন আগে দিলীপ ঘোষের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়েছিলেন কুড়মি আন্দোলনের কিছু নেতা। তারপরেই খড়্গপুরে দিলীপ ঘোষ যে বাড়িতে থাকেন সেখানে হামলা চালান কুড়মিদের একাংশ। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না দিলীপ ঘোষ।
আরও পড়ুন: জিমেলে স্টোরেজে সমস্যা? মেল ঢুকছে না? চটজলদি কী করবেন?