কলকাতা: বিরোধী জোটের বৈঠকে না গিয়ে তদন্তকারীদের সামনে হাজিরা দেন। তার পর দিনভর চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতর থেকে বেরিয়ে এবার তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, I.N.D.I.A জোটের সমন্বয় কমিটিতে ১৪টি দল থাকলেও, বেছে বেছে তৃণমূল এবং সর্বোপরি তাঁকে নিশানা করা হচ্ছে বলেও এদিন দাবি করলেন অভিষেক। 


I.N.D.I.A জোটের সমন্বয় কমিটির বৈঠকে বুধবার যোগ দেওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু এদিনই নোটিস পাঠিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ED. ফলে অভিষেকের চেয়ারটি ফাঁকা রেখেই বৈঠক করে  I.N.D.I.A জোটের সমন্বয় কমিটি। সেই নিয়ে আগাগোড়াই রাজনৈতিক সংযোগের অভিযোগ তোলেন তৃণমূল নেতৃত্ব। অভিষেক যাতে বিরোধীরে বৈঠকে যোগদান করতে না পারেন, তার জন্যই বেছে বেছে এই দিন তাঁকে হাজির হতে বলা হয় বলে একমত I.N.D.I.A জোটের সমন্বয় কমিটিও।


আরও পড়ুন: Abhishek Banerjee: ‘সুদীপ্ত সেন ৯ বছর ধরে জেলে, ক’জন টাকা ফেরত পেয়েছেন, ১৪ মাস জেলে পার্থ, কী হয়েছে?’ প্রশ্ন অভিষেকের


বুধবার রাতে ED-র দফতর থেকে বেরিয়ে সেই সুর ধরা পড়ল অভিষেকের গলাতেও। তিনি বললেন, "১৪টি দলের প্রতিনিধিরা জায়গা পেয়েছেন কমিটিতে। আমার দলের তরফে আমার নাম মনোনীত করা হয়। সব দল ছেড়ে বেছে বেছে কাকে নোটিস দিয়েছে ED? আমাকে। কোনও সমস্যা নেই। কবে দিল? এতেই স্পষ্ট যে, I.N.D.I.A জোট গঠনে তৃণমূলের ভূমিকা কতটা। রাজনৈতিক ভাবে লড়াইয়ে পেরে না ওঠে, অফিসারদের কাজে লাগানো হচ্ছে। কিন্তু নয়, সাড়ে নয় ঘণ্টা কেন, ২৪ ঘণ্টা জেরা করলেও আমার মেরুদণ্ড বিক্রি হবে না।"


বেছে বেছে I.N.D.I.A জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিনই কেন ডেকে পাঠানো হল, বার বার উঠে এসেছে এই প্রশ্ন। এদিন অভিষেক বলেন, "দিল্লিতে বিকেল ৪টে থেকে বৈঠক। তাহলে ২টোর মধ্যে পৌঁছতে হতো। ইডি-র কলকাতা দফতরে কখন ডাকল? সকাল সাড়ে ১১টায়। ১২, ১৩ বা ১৪ তারিখ ডাকলে থাকতে পারতাম বৈঠক। বিজেপি বেছে বেছে তৃণমূলের প্রতিনিধিকে আটকেছে। তদন্তকারী সংস্থার নামে নোটিস পাঠিয়ে যে শুধু তৃণমূলকেই ওরা রুখতে চায়, আরও একবার স্পষ্ট হয়ে গেল।"


রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরে, তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে, একটি দলকে, তার কর্মসূচিতে বাধা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন অভিষেক। আগামী দিনে মানুষ এর জবাব দেবেন বলে মন্তব্য করেন তিনি। জানান, এই লড়াইয়ের প্রতি আরও অঙ্গীকারবদ্ধ হবে বিরোধী দলগুলি। অভিষেক জানান, তাঁর লড়াই তিনি লড়ে নেবেন। তাঁর লুকনোর কিছু নেই। আগামী দিনেও তদন্তে সহযোগিতা করবেন, তিনি কোথাও যাচ্ছেন না, ২৪ ঘণ্টা বা টানা ৯৬ ঘণ্টা জেরা করলেও তাঁর মেরুদণ্ড বিক্রি হবে না বলে জানান।