কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস ও অলোক সাঁতরা, কলকাতা: সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ পড়া। বিকেলে ফের যুক্ত হওয়া। শনিবার তাঁকে নিয়ে জল্পনা চলেছে দিনভর। দুর্নীতির অভিযোগে মুখ খোলায় তৃণমূলের সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে কাটাছেঁড়া হয়েছে বিস্তর। কিন্তু রবিবার তার আঁচ পাওয়া গেল না জহর সরকারের (Jawhar Sircar) আচরণে। বরং অমিত শাহকে (Amit Shah) নিয়ে দলের (TMC) তৈরি 'পাপ্পু' টি-শার্টের (Pappu T-Shirt) প্রচারে দেখা গেল তাঁকেও। 


তৃণমূলের সঙ্গে দূরত্ব ঘোচানোর চেষ্টা!


সম্প্রতি শাহকে 'পাপ্পু' বলে কটাক্ষ করেন অভিষেক, যা বিজেপি-র (BJP) হাতের অস্ত্র ছিল এতদিন। কংগ্রেস সাংসদকে সুযোগ পেলেই 'পাপ্পু' বলে কটাক্ষ করতেন দলের গেরুয়া শিবিরের ছোট-বড় নেতারা। কিন্তু অভিষেক জানান, তাঁর মতে শাহই দেশের সবচেয়ে 'বড় পাপ্পু'। এ প্রসঙ্গে তাঁর যুক্তি, দেশকে বিরোধীশূন্য করে একা রাজত্ব করতে চান শাহ। অভিষেকের সেই মন্তব্যের পরই তৃণমূল এবং যুব তৃণমূলের কর্মী-সমর্থকরা শাহকে নিয়ে মিমে ভরিয়ে দেন সোশ্যাল মিডিয়া।



এমনকি শাহের ছবির পাশে 'পাপ্পু' লিখে তৈরি করে ফেলেন টি-শার্টও। তৃণমূলের কর্মী সমর্থকরা তো বটেই অভিষেকের তুতো ভাই-বোনেরাও ওই টি-শার্ট পরে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আগামী দিনে দলের প্রচারেও ওই টি-শার্ট ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। তবে এই প্রচারে জহরের যোগদান নজর কেড়েছে সকলের। রবিবার ট্যুইটারে 'পাপ্পু' টি-শার্টের ছবি পোস্ট করে তিনি লেখেন, 'কলকাতায় এটি ভাইরাল। বাংলা প্রথম থেকেই জানত—যাবতীয় তর্জন-গর্জনের পিছনে—আসলে পাপ্পুই'।


আরও পড়ুন: Tapas Roy: ‘আমাকে ধরে রাখা কঠিন’, রাজনীতি ছাড়তে চান তাপস রায়, দলকেও জানিয়েছেন তৃণমূল বিধায়ক!


জহরের এই পোস্ট ঘিরেই এখন বাড়ছে কৌতূহল। কারণ দলের একের পর এক নেতার নাম দুর্নীতিতে জড়ানোর পর প্রকাশ্যে সরব হয়েছিলেন তিনি। এমনকি বাড়ির লোকজন পদ ছেড়ে দিতে বলছেন বলেও জানান তিনি। তাতে দলের অন্দরেই রোষের মুখে পড়েন জহর। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, তিনি চাইলে ইস্তফা দিতে পারেন, দলের তরফে তাঁকে এমন বার্তা দেওয়া হয় বলেও শোনা যায়। এর পর শুক্রবার রাতে দলের সাংসদদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপ বন্ধ করে দেওয়া হয়। শনিবার সকালে নতুন গ্রুপ খোলা হলেও, তাতে যুক্ত করা হয়নি জহরকে। তা নিয়ে বিতর্ক শুরু হলে বিকেলে গ্রুপে যুক্ত করা হয় জহরকে। 


অভিষেককে ট্যাগ করে 'পাপ্পু' টি-শার্টের প্রচার


এই টানাপোড়েনে জহরের সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়বে বলেই মনে করেছিল রাজনৈতিক মহল। কিন্তু রবিবার 'পাপ্পু' টি-শার্টের ছবি পোস্ট করে জহর বুজিয়ে দিলেন, আর জলঘোলা করতে চান না তিনি। এমনকি নিজের পোস্টে সরাসরি দল এবং অভিষেকেক ট্যাগও করেছেন তিনি। দলের তরফেও কি বিষয়টি হালকা হয়ে গিয়েছে, সময়ের সঙ্গেই বোঝা যাবে।