কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ফের বিস্ফোরক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তৃণমূলের অন্দরে এমন কিছু লোক রয়েছেন, যাঁরা দলের মধ্যেই রাজনীতি করেন। দলের কারও কারও কল্যাণের নামই অ্যালার্জি। এভাবেই নাম না করে তৃণমূলের একাংশকে নিশানা করলেন শ্রীরামপুরের আইনজীবী সাংসদ।


দুঁদে আইনজীবী হিসেবে পরিচিতি রয়েছে। বাম আমলেই, হুগলির শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন। তার পর থেকে টানা তিন বারের সাংসদ কল্যাণ। সিঙ্গুর থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তৃণমূল সরকারকে আদালত থেকে জয় এনে দিয়েছেন তিনি।  সেই কল্যাণই এবার দলের একাংশকে নিশানা করলেন। 


কল্যাণের বক্তব্য, "দলের মধ্যেই বেশি রাজনীতি হয়। বিরোধী দল তো সমালোচনা করবেই। কিন্তু কিছু লোক আছেন, যাঁরা দলের মধ্যে থেকেও রাজনীতি করেন। আমি দায়বদ্ধ শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ২০১৩-'১৪ সাল থেকে আমি বলাই ছেড়ে দিয়েছি। দলের কারও কারও কল্যাণের নামে অ্যালার্জি। অথচ তাঁদের কেউ কেউ তৃণমূল করেননি।"


২০১১ সালের আগের সঙ্গে এখনকার ফারাকও বুঝিয়ে দেন কল্যাণ। বলেন, "২০১১ সালে আমি যা যা সুপারিশ করেছিলাম, তাই হয়েছে। অনিন্দ্য মিত্র অ্যাডভোকেট জেনারেল, আমি বলেছিলাম। দেবাশিস রায় পিপি। এমনকি প্যানেলে যা যা বলেছিলাম, তাই হয়েছে। আজ তো আবার দেবাশিস ফিরে এল! তাহলে যাঁদের নাম বলেছিলাম, সেটা তো ভুল ছিল না! ২০১৩-'১৪ সাল থেকে যাঁরা দায়িত্বে এসেছিলেন, তাঁদের মধ্যে কেউ কেউ তৃণমূল করেনইনি। কেউ কেউ আবার করেছেন। আগে অন্য দল থেকে কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন। বার অ্যাসোসিয়েশনে বসে হোক, এমনকি মাইকে প্রচারও করেছে। তাঁদের একদিন মনে হল, কল্য়াণের লোক থাকবে কেন? তাঁরা এই গান গাইতে শুরু করল। এঁরা অদক্ষ। তার পর এলিমিনেট করা শুরু হল। তাঁরা বুঝুন, ঠিক করেছিলেন কি?"


আরও পড়ুন: Udayan Guha : বাড়ি থেকে 'বের করে পেটানো'র হুমকি উদয়ন গুহর, নিশানায় নিশীথ ?

দলের লোকই আজকাল শত্রু ভাবে বলেও এদিন মন্তব্য করেন কল্যাণ। তাঁর বক্তব্য, "ব্যক্তিগত ভাবে বিরোধী দল আমাকে শত্রু বলে ভাবে না। দলের লোক ভাবে? হ্যাঁ ভাবে। দেড়-দু'বছর আগে দিদি বলেছিলেন, দায়িত্ব নিতে। আমি রাজি হইনি। দল ক্ষমতায় আসার আগে যে পরিশ্রম করলাম...শুধু দু'-একজন আসার জন্য যদি আমি খারাপ হয়ে যাই, কী আর করা যাবে! কী দরকার? তাঁদের হাতেই তো নৌকা ছিল? চালাতে পারলেন না কেন?"

কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল নিয়ে, তো কখনও ভোটে বিরোধীরা প্রার্থী দিতে না পারা প্রসঙ্গ, এর আগেও একাধিক বার মুখ খুলেছেন কল্যাণ। এবারও দলের পরিস্থিতি নিয়ে মন্তব্য় করলেন তিনি।