নয়াদিল্লি: ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেছিল যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)। সেই বৈঠকে বেঁধে গেল ধুন্ধুমার কাণ্ড। একেবারে রক্তারক্তি। রক্ত ঝরল সাংসদের। তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দুই সাংসদ। তারপর রেগে মেগে কাচের বোতল নিজেই সজোরে রাখেন টেবিলে। সেই কাচ ভেঙেই আহত হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
ঘটনাটা ঠিক কী ? মঙ্গলবার যৌথ সংসদীয় কমিটির বৈঠক চলছিল। সেখানে ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এএনআই সূত্রের খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বক্তব্য রাখছিলেন, সেই সময় কথা বলতে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ বাধা দেন। তাতেই দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয় বলে সূত্রের খবর। তারপর একে অপরের উদ্দেশে আপত্তিকর শব্দ ব্যবহার করেন। তারপর উত্তেজিত হয়ে টেবিলে কাচের জলের বোতল ঠুকে ভেঙে ফেলেন কল্যাণ। তাতে নিজেই আহত হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কমিটির সভানেত্রী জগদম্বিকা পালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । প্রাথমিক চিকিৎসার পর ফের বৈঠকে যোগ দেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের প্রতিক্রিয়া মেলেনি।
সূত্রের খবর, সংসদীয় কমিটি কল্যাণের এই রূপ আচরণের জন্য সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একদিনের জন্য বরখাস্ত করা হয়েছে।
একজন প্রাক্তন বিচারপতি, অপরজন আইনজীবী। একজন বিজেপির সাংসদ, অপরজন তৃণমূলের। একজন রাজনীতিতে নবাগত, অপরজন দীর্ঘদিনের রাজনীতিবিদ । তবে, SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় একজন ছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি। অপরজন লড়াই করেছেন, বিতর্কিত চাকরি প্রাপকদের হয়ে। এর আগেও একে অপরকে নিয়ে কড়া মন্তব্য করেছেন। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একসময় বলেছিলেন, 'কে কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়? কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায় কোথা থেকে আইন পাস করেছেন? কোথাকার আইনজীবী তিনি? কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায় কোর্টে দাঁড়িয়ে গালাগালি ছাড়া কিছু করেন না। ' পাল্টা কল্যাণ বলেছিলেন, ' ওকে আমার একটা চ্যালেঞ্জ রইল। ওর কতটা আইনজ্ঞান আমি দেখতে চাই। যদি ও সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে মামলা করুক আমার বিরুদ্ধে, দেখি ও কতবড় আইনজীবী। ' আবারও দুজনের মধ্যে ধুন্ধুমার বাঁধল যৌথ সংসদীয় কমিটির বৈঠকে।