নয়াদিল্লি: 'ক্যাশ ফর কোয়েশ্চন' তুমুল বিতর্কের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। (Mahua Moitra)  তাঁর দাবি, ফোন ও ইমেল হ্যাকের চেষ্টা করা হয়েছে। অভিযোগের তির স্বরাষ্ট্রমন্ত্রকের দিকে। তৃণমূল সাংসদের দাবি. অ্যাপল মেসেজ ও ইমেল করে বিষয়টি জানিয়েছে। হালেই 'ক্যাশ ফর কোয়েশ্চন' কাণ্ডে মহুয়াকে তলব করে সংসদের এথিক্স কমিটি। (Ethics Committee) তার পর এই বিস্ফোরক অভিযোগ। 


প্রেক্ষাপট...
ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে মোটা টাকা এবং দামি উপহারের পরিবর্তে মহুয়া সংসদে গৌতম আদানি এবং তাঁর সংস্থা আদানি গোষ্ঠীকে নিয়ে প্রশ্ন তোলেন বলে অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। মহুয়ার প্রাক্তন জয় অনন্ত দেহদ্রাই সেই নিয়ে চিঠিও দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। তাঁদের দু'জনকে আগেই জিজ্ঞাসাবাদ করেছে সংসদের নীতি কমিটি। রেকর্ড করা হয়েছে তাঁদের বয়ানও। এর পর আত্মপক্ষ সমর্থনে মহুয়াকেও ডাকা হয়। প্রথমে ৩১ অক্টোবর তাঁকে তলব করেছিল সংসদের এথিক্স কমিটি। ৫ নভেম্বর পর্যন্ত পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় দিল্লি যাওয়া সম্ভব নয়, কমিটির চেয়ারম্যানকে এমনই জানিয়ে চিঠি দেন তৃণমূল সাংসদ। এর পর ২ নভেম্বর মহুয়াকে হাজিরার নোটিস পাঠায় এথিক্স কমিটি। তবে ঘুষ এবং উপহারের বিনিময়ে আদানিকে নিয়ে প্রশ্ন করার অভিযোগ, তা আগেই খারিজ করেছেন মহুয়া। যদিও আদানিদের নিয়ে প্রশ্নমালা সাজাতে ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে তিনি নিজের সংসদীয় আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন বলে যে অভিযোগ, সেটি স্বীকার করে নিয়েছেন তিনি। শুধু দর্শন নন, আরও বেশ কয়েক জনকে নিজের সংসদীয় ইমেলের আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন তিনি। কারণ তিনি গ্রামাঞ্চলে নিজের সংসদীয় ক্ষেত্র থেকে কাজ করেন। তবে প্রতিক্ষেত্রেই OTP আসে তাঁর কাছে। সেটি ছাড়া কেউ লগইন করতে পারবেন না তাঁর ইমেলে। সংসদের নিয়মাবলীতে আইডি-পাসওয়ার্ড নিয়ে কিছু লেখা নেই বলেও জানিয়েছিলেন মহুয়া। 


ঘুষ ও উপহারের অভিযোগ প্রসঙ্গে তাঁর বক্তব্য, হীরানন্দানি গ্রুপের চেয়ারম্যান দর্শনের কাছ থেকে উপহার হিসেবে একটি স্কার্ফ, লিপস্টিক এবং আইশ্যাডো পেয়েছিলেন তিনি। তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। তাই জন্মদিনে ওইসব উপহার দিয়েছিলেন দর্শন, তিনি তা গ্রহণও করেছিলেন। সেই বন্ধুত্ব থেকেই তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে গাড়ি পাঠাতেন দর্শন। কিন্তু কোনও ঘুষ তিনি গ্রহণ করেননি। দর্শনকে তিনি নিজে জিজ্ঞাসাবাদ করতে চান বলেও জানান মহুয়া। গোটা পর্ব ঘিরে নিশিকান্ত দুবের সঙ্গে সোশ্যাল মিডিয়া পোস্ট যুদ্ধেও জড়ান কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।  
এবার মোবাইল এবং ইমেল হ্যাকের চেষ্টার অভিযোগ খোদ স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে। 


আরও পড়ুন:ভোটার আইডি না থাকলেও দেওয়া যাবে ভোট! তবে এই শর্ত মানতে হবে