কলকাতা : দিলীপ ঘোষকে (Dilip Ghosh) পাল্টা চ্যালেঞ্জ সৌগত রায়ের (Saugata Roy)। 'অর্পিতার ওই আবাসনে প্রায়ই যেতেন তৃণমূল সাংসদ সৌগত রায়', বলে ট্যুইটারে অভিযোগ তুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তারই উত্তরে এদিন দিলীপ চ্যালেঞ্জ ছুঁড়ে তৃণমূল সাংসদ বলেন, "অর্পিতার ফ্ল্যাটে গিয়েছি প্রমাণ করতে পারলে, রাজনীতি ছেড়ে দেব।"
নিয়োগ-বিতর্কে রাজনৈতিক তরজা-
নিয়োগ বিতর্কে প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর উত্তাল রাজ্য রাজনীতি। টালিগঞ্জের পর এবার পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়ের হদিশ ইতিমধ্যেই মিলেছে। ইডি সূত্রে খবর, ১৮ ঘণ্টার তল্লাশিতে ক্লাবটাউন হাইটসের ১৪০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। এছাড়াও, মিলেছে ৬ কেজি সোনা। যার মূল্য ৩ কোটিরও বেশি। উদ্ধার হয়েছে প্রচুর সোনার বাট, মুঠো মুঠো রুপোর কয়েন ও সম্পত্তির একাধিক দলিল। অর্পিতার ফ্ল্যাটে শোওয়ার ঘর ও শৌচাগার থেকে এই বিপুল পরিমাণ টাকা ও সোনা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে দাবি। মোট ৭টি ট্রাঙ্কে নগদ ও একটি ট্রাঙ্কে সোনা বোঝাই করে নিয়ে যাওয়া হয় স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাঙ্কের সদর দফতরে।
আরও পড়ুন ; মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে
এই ইস্যুতে আজ বর্ষীয়ান রাজনীতিক তথা তৃণমূল সাংসদের নাম উল্লেখ করে ট্যুইট করে দিলীপ ঘোষ। তিনি লেখেন, "অর্পিতার আবাসন থেকে ৩৫ কোটির সম্পত্তি উদ্ধার হয়েছে। ওই আবাসনে প্রায়ই যেতেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। তাঁর একটি অফিস ছিল ওই আবাসনে। যত সময় যাচ্ছে, তৃণমূল নেতাদের নোংরা মুখোশ খুলে যাচ্ছে।''
যদিও এই অভিষোগ অস্বীকার করেছেন তৃণমূল সাংসদ। পাল্টা তিনি বলেছেন, বিজেপির রাজনীতির প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোতেও কখনও যাইনি। অর্পিতাকে চিনি না। দিলীপ ঘোষ নিজে নিউটাউনে যে ফ্ল্যাটে থাকেন, সেটা কাকে ভাড়া দেন তিনি ? সেটা জানান। বাবার বাড়িতে থাকি। তাছাড়া কোনও ফ্ল্যাট বা জমি আছে, প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব।