আশাবুল হোসেন, কলকাতা: NIA-র অপব্যবহারের অভিযোগে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এবং NIA-র মধ্যে গোপন আঁতাঁতের অভিযোগ তাদের। শাসক দলের অভিযোগ, ভোটের মুখে ভূপতিনগরে তৃণমূল নেতাদের গ্রেফতারি বিজেপি-এনআইএ-র গোপন ষড়যন্ত্র করেছে। যার নেপথ্যে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
NIA-র অপব্যবহারের অভিযোগ: তৃণমূলের অভিযোগ, জাতীয় তদন্তকারী সংস্থা NIA-র অপব্যবহার করা হচ্ছে। বিজেপি এবং NIA-এর মধ্যে গোপন বোঝাপড়া রয়েছে। সেই কারণে ভোটের মুথে NIA-কে কাজে লাগিয়ে তৃণমূলকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এপ্রসঙ্গে গতকাল ভূপতিনগরে যে ঘটনা ঘটেছে তার কথাও সামনে এনেছে রাজ্যের শাসকদল। তৃণমূলের অভিযোগ NIA-র আধিকারিকের সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বৈঠক হয় নিউটাউনে তারপরই ভূপতিনগরের ঘটনাটা ঘটে। এর আগেই তৃণমূল অভিযোগ করেছে, বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে ভোটের মুখে। এবার NIA-র অপব্যবহারের অভিযোগে সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল।
৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। শনিবার কার্যত একই কায়দায় হামলা হয়, ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে যাওয়া NIA-এর ওপরে। আর এক্ষেত্রেও নাম জড়িয়ে গিয়েছে তৃণমূলের। সন্দেশখালির মতো, ভূপতিনগরেও একদম সামনের সারিতে ছিলেন মহিলারা। অভিযোগ, NIA-র আধিকারিকদের লক্ষ্য় করে ছোড়া হয় পাথর, ইটের টুকরো। আহত হন এক অফিসার। NIA জানায়, শুক্রবার গভীর রাতে ভূপতিনগরের ৫টি পৃথক জায়গায় পৌঁছে যায় তদন্তকারী দল। প্রথমে বাড়ি থেকে পাকড়াও করা হয়, ভূপতিনগর বিস্ফোরণ-মামলায় অন্য়তম অভিযুক্ত তৃণমূলের অর্জুননগরের অঞ্চল সভাপতি বলাইচরণ মাইতিকে। এরপর ৭ কিলোমিটার দূরে আরেক অভিযুক্ত ও তৃণমূল নেতা মনোব্রত জানাকে আটক করে নিয়ে আসার সময় অশান্তির সূত্রপাত হয়। NIA-র দাবি, তাঁদের ঘিরে ধরে গ্রামবাসীরা। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলে ইট, পাথরবৃষ্টি। এরপর, ভূপতিনগর থানায় পৌঁছনোর চেষ্টা করলে, দ্বিতীয় দফায় আটকানো হয় NIA-র গাড়ি। এই ঘটনায় ভূপতিনগর থানায় গিয়ে একাধিক জামিন অযোগ্য় ধারায় মামলা দায়ের করে NIA।
এদিকে ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে NIA-র স্ক্যানারে আরও তিন তৃণমূল নেতা। তৃণমূলের অঞ্চল সভাপতি বলাইচরণ মাইতি ও স্থানীয় তৃণমূল নেতা মনোব্রত জানাকে গ্রেফতারের পাশাপাশি, গতকাল আরও তিন শাসক-নেতার বাড়িতে তল্লাশি চালায় জাতীয় তদন্তকারী সংস্থা। কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়। এর আগে ভূপতিনগর বিস্ফোরণ-মামলায় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পয়রা, স্থানীয় দুই তৃণমূল নেতা সুবীর মাইতি ও নবকুমার পণ্ডাকে NIA-তলব সত্ত্বেও তাঁরা হাজিরা দেননি। অন্যদিকে, NIA সূত্রে খবর, ধৃত দুই তৃণমূল নেতা তদন্তে সহযোগিতা করছেন না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Narendra Modi: 'গরিবের জন্য টাকা পাঠিয়েছে কেন্দ্র, আর সেই টাকা লুঠ করেছে TMC' আক্রমণ মোদির