জয়ন্ত রায়, বজবজ: পানীয় জলের (Drinking Water) দাবিতে পথ অবরোধ। আর সেই অবরোধ ঘিরে পুলিশের সামনেই মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজ (Budge Budge) ব্লকে। অভিযোগের তির তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে।


পুলিশের সামনেই মারধরের অভিযোগ: দক্ষিণ ২৪ পরগনার বজবজ ব্লকের অধীনস্থ বজবজ থানার অন্তর্গত উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েত। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকায় নতুন পানীয় জলের সংযোগ দেওয়ার কারণে বেশ কিছু এলাকায় পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। মল্লিকপাড়া, পোকপাড়ি এলাকায় পানীয় জলের সঙ্কট দেখা দেওয়ায় স্থানীয় মানুষজন বাঁশ দিয়ে বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে। অভিযোগ সেই সময়ে উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী শেখ সাইদুল এবং তাঁর অনুগামীরা মারধর করে অবরোধ তুলে দেয়। পুলিশের সামনেই গোটা ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ।


কী জানালেন অভিযুক্ত?


যদিও শেখ সাইদুল তাঁর বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, ‘জলের সঙ্কট কিছু কিছু এলাকায় আছে একথা ঠিক। তবে আমি অবরোধকারীদের মারধর করিনি। একটি অ্যাম্বুলেন্সকে যাওয়ার রাস্তা করে দেওয়া নিয়েই ঝামেলা হয়। স্থানীয়রা স্পষ্ট জানিয়েছেন, বিকেলের মধ্যে বিকল্প পানীয় জলের ব্যবস্থা না করা হলে, বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।


আগেও পানীয় জলের সঙ্কটে অবরোধ: ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। আর গরম পড়তে না পড়তেই পানীয় জলের সঙ্কটের ছবি। এর আগে চলতি বছর জানুয়ারি মাসে উত্তর ২৪ পরগনায় পানীয় জলের দাবিতে পথে নামেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ ছিল, কল থাকলেও তাতে জল নেই। বহুদূর থেকে জল নিয়ে আসতে হয় এলাকাবাসীকে। পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিসে পর্যন্ত এলাকার মানুষ বহুবার অভিযোগ করেছেন বলে জানিয়েছিলেন। ঘটনাটি ঘটে বসিরহাটের (Basirhat) হিঙ্গলগঞ্জের সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত এলাকায়। সান্ডেলবিল পঞ্চায়েতের তিনটি গ্রামের তথা ১৩ নম্বর স্যান্ডেলবিল ১৪ নম্বর আম্বেরিয়াসহ প্রায় ৫ হাজার মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন। কিন্তু কোনও কাজ না হওয়ায় বিক্ষোভ দেখান মহিলারা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Kolkata House Collapse: পিকনিক গার্ডেনে ভাঙল বেআইনি বাড়ির একাংশ, গ্রেফতার ২