অমিত জানা, সবং: দোকান থেকে কাপড় চুরির অভিযোগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য (TMC Panchayat Member Arrest)। সবংয়ের (Sabang News) ঘটনা। একেবারে নির্দিষ্ট করে বললে, চাঞ্চল্যকর ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ১১ নং মোহাড় অঞ্চলের পূর্ব মোহাড় এলাকায় ঘটেছে। আর তার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য। ধৃত পঞ্চায়েত সদস্যের নাম লালমোহন ভুঁইঞা। বাড়ি পূর্ব মোহাড় এলাকায়।


কী জানা গেল?
অভিযোগকারী তথা দোকানের মালিক, ব্যবসায়ী বিমল মেইকাপের দাবি, গভীর রাতে দোকানের তালা ভেঙে লক্ষাধিক টাকার কাপড়-সহ জিনিসপত্র নিয়ে পালিয়ে গিয়েছিল কেউ বা কারা। পর দিন সকালে বিমল দোকান খুলতে এসে দেখেন, তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। দোকানের ভিতরে পোশাক-সহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ঘটনার পর সবং থানায় লিখিত অভিযোগ জানান তিনি। কালবিলম্ব না করে চুরির ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। তারপর চুরির সঙ্গে যুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের যোগ রয়েছে সন্দেহে গত কাল, অর্থাৎ সোমবার রাতেই তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করাহয়। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চুরির কথা স্বীকার করেছেন। এমনকি চুরি যাওয়া সামগ্রী উদ্ধারও করে এনেছে পুলিশ। তবে এই নিয়ে অভিযুক্ত লালমোহন ভুঁইঞাকে প্রশ্ন করা হলে মন্তব্য করতে রাজি হননি। অভিযুক্তকে আজ  মেদিনীপুর আদালতে তোলা হবে। যদিও পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে আগেও অনেক চুরির অভিযোগ রয়েছে। তাঁকে আজ মেদিনীপুর জেলা আদালতে তোলার কথা।
গোটা ঘটনায় সরব হয় বিজেপি। তাদের মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, 'সবংয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য গ্রেফতার হবেন, এ এমন কিছু নয়। আগামীদিনে সবংয়ের মন্ত্রীর ক্ষেত্রেও এই পরিস্থিতি হতে পারে। এটাও জ্বলজ্বল করছে। কারণ উনিও ইডি-সিবিআই এর ডাক পেয়েছেন। শিক্ষামন্ত্রী থেকে খাদ্যমন্ত্রী সকরলে জেলে আছেন। স্বাভাবিক, তৃণমূলের সকলে চোর। তাঁরা সকলে জেলে থাকবেন।'


গ্রেফতারি ঘিরে শিরোনামে...
ঘটনা হল, কখনও শিক্ষা-দুর্নীতি, কখনও গরু পাচার, কখনও আবার রেশন দুর্নীতি---একের পর এক কেলেঙ্কারিতে বার বার নাম জড়িয়েছে তৃণমূলের হেভিওয়েট নেতামন্ত্রীদের। হালে, সন্দেশখালির ঘটনা ঘিরে  শিরোনামে তৃণমূল নেতা শেখ শাহজাহান। তা ছাড়া, কয়লা পাচার, বালি পাচার, পুরনিয়োগ দুর্নীতি সবেতেই একাধিক বার শোনা গিয়েছে শাসকদলের নানা নেতার নাম। এবার কাপড়-চুরির ঘটনাতেও অভিযোগের তির তৃণমূল পঞ্চায়েত সদস্যের দিকে।


আরও পড়ুন:লোকসভার আগে রাজ্যসভা নির্বাচন, মনোনয়ন জমা দিলেন TMC ও BJP প্রার্থীরা