কলকাতা: ভ্যালেন্টাইন্স ডে-এর মরসুম চলছে। সবাই মেতে রয়েছে এই বিশেষ দিনটি নিয়ে। কিন্তু এর মাঝেই রয়েছে আরেকটি বিশেষ দিন। আর সেটির নামের সঙ্গে বেশ মিল রয়েছে ভ্যালেনটাইন শব্দটি। দিনটি হল গ্যালেনটাইন্স ডে। তবে এটি ভ্যালেনটাইনের মতো প্রেমের সম্পর্ককে বোঝায় না। বরং অন্য অর্থ রয়েছে এই বিশেষ দিনটির। এই দিনটি শুরুর পিছনের রয়েছে এক সুন্দর ইতিহাস।
গ্যালেনটাইন্স ডে (Galentine's Day) আদতে কী ?
গ্যালেনটাইন্স ডে একটি গ্লোবাল হলিডে। অর্থাৎ সারা বিশ্ব জুড়েই এটি পালন করা হয়। এটি আদতে মেয়েদের মধ্যে বন্ধু্ত্বের কথা বলে। মেয়েরাও মেয়েদের বন্ধু হয়। বিপদে পাশে দাঁড়ায়, দাঁড়ানো উচিত। সেই বার্তা বয়ে আনে এই দিনটি। নারীশক্তির উদযাপন এই দিনটির আরেকটি উদ্দেশ্য। সেটি উদযাপিত করতেই শুরু হয়েছিল এই দিনটির। নেপথ্যে ছিলেন দুই মহিলাই।
গ্যালেনটাইন্স ডে কবে উদযাপন করা হয় (Galentine's Day Date) ?
অফিসিয়ালি ১৩ ফেব্রুয়ারিকে গ্যালেনটাইন্স ডে হিসেব পালন করা হয়। প্রতি বছর এই দিনটি ভ্যালেন্টাইন্স ডে একদিন আগে পালন করা হয়। প্রসঙ্গত, ভ্যালেন্টাইন্স ডে-এর একদিন আগে কিস ডে। আর এই দিনটিই গ্যালেনটাইন্স ডে হিসেবে উদযাপন করা হয়।
গ্যালেনটাইন্স ডে-এর ইতিহাস (Galentine's Day History)
গ্যালেনটাইন্স ডে-এর পিছনে রয়েছে দুই মহিলার অবদান। নারীশক্তিকে জাগিয়ে তোলার প্রয়োজনীয়তা থেকে এমন একটি দিনের ধারণা করেন তাঁরা। এটি প্রেমের সম্পর্কে কথা বলে না। বরং বন্ধুত্বের গভীর বন্ধনের দিকটি তুলে ধরে। এই দিনটির ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে দুই নারীর নাম। তাঁদের একজন অ্যামি পোয়েলার, অন্যজন লেসলি নোপ। তারাই যৌথভাবে এই দিনটি পালনের কথা ভেবেছিলেন। পরে দিনটি উদযাপন শুরু হয় বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে। এই দিনটিতে কাস্টমাইসড জিনিস বানিয়ে বিক্রি শুরু হয়েছিল পশ্চিমী দেশগুলিতে। সেই থেকেই দিনটিকে আন্তর্জাতিক ছুটির দিন বলে মনে করা হয়।
কেন পালন করা হয়? (Galentine's Day Significance)
গ্যালেনটাইন্স ডে-তে প্রেম নয়, বন্ধুত্বের সম্পর্ককে উদযাপন করা হয়। যারা এই দিনটি উদযাপন করেন, তারা বন্ধুদের সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন। শুধু তাই নয়, এই দিনটিতে বন্ধুদের সঙ্গে নিজেদের মতো করে কাটানোর একটি বিশেষ দিন। তবে দিনটির ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে নারীশক্তির একটি ধারণা। তাই আজও এই দিনটি মহিলাদের মধ্যে বন্ধুত্বের একটি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।
আরও পড়ুন - Valentines Day 2024 Movies: ১৪ ফেব্রুয়ারি দুজনেরই রোম্যান্টিক মুভি দেখার প্ল্যান? মিস করবেন না