কলকাতা: বিধানসভা ভোটে (Assembly Election 2022) জয়ের হ্যাটট্রিক হয়েছে। বঙ্গ বিজয়ের সেই উচ্ছ্বাসও যেন মিশে গেছে তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতাকে (Kolkata)। কলকাতা পুলিশ সূত্রে খবর, ২১ জুলাইয়ের (21 July) সমাবেশ ঘিরে নিরাপত্তার দায়িত্বে থাকছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার ৩০ জন অফিসার। ৭০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার। এবং ১৫০ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। এছাড়াও ৭৫০ জন পুলিশ কর্মী থাকছেন বিভিন্ন রাস্তায়।


নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতাকে: সকাল থেকেই শুরু একুশের মিছিল। পায়ে পায়ে ধর্মতলায় ভিড় জমাচ্ছেন তৃণমূল কর্মী, সমর্থকরা।  একুশের সমাবেশে জেলা থেকে আসা তৃণমূল কর্মী, সমর্থকদের জন্য শিয়ালদা স্টেশনে খোলা হয়েছে অ্যাসিস্ট্যান্স বুথ, মেডিক্যাল ক্যাম্প। সকালে উত্তরবঙ্গ থেকে ট্রেনে পৌঁছেছেন কর্মী, সমর্থকরা। শুধু ধর্মতলা চত্বর ও আশপাশের নিরাপত্তার দায়িত্বে থাকছেন সাড়ে তিন হাজার পুলিশ কর্মী।  এছাড়াও অতিরিক্ত ১ হাজার ট্রাফিক পুলিশ কর্মীকেও নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর।


কী কী ব্যবস্থা করা হয়েছে?  কলকাতা পুলিশ সূত্রের খবর, ২১শের সভামঞ্চের পাশেই রাখা হচ্ছে, ৫টি অ্যাম্বুল্যান্স, ৫৮টি QRT ভ্যান, ১২টি PCR ভ্যান এবং ১১টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। নজরদারির জন্য ধর্মতলার মঞ্চ ঘিরে বসানো হয়েছে অতিরিক্ত সংখ্যক ক্লোজ সার্কিট ক্যামেরা। মিছিল চলাকালীন যাতে কোনও অশান্তি না হয়, সেদিকেও কড়া নজর রাখবে পুলিশ। সূত্রের খবর, হাওড়া ব্রিজ, শিয়ালদহ, কলকাতা স্টেশন, গিরিশ পার্ক, হাজরা মোড়, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে থাকবে পুলিশের টিম। ১১টি জায়গা দিয়ে মিছিলগুলি পৌঁছবে ধর্মতলায় সমাবেশ স্থলে। সে জন্য সড়ক পথের পাশাপাশি নজর রাখা হচ্ছে প্রত্যেকটি ফেরিঘাটে। সেখানে নজরদারি চালাবে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল। ডুবুরির ব্যবস্থাও করে রাখা হচ্ছে বলে কলকাতা পুলিশ সূত্রের খবর।


আরও পড়ুন: Kunal Ghosh: 'লোক হবে না বলে ভয়ে পালিয়ে গেল শুভেন্দু', ২১ জুলাইয়ে বিজেপি সভা নিয়ে পিছোতেই তোপ কুণালের