রঞ্জিত হালদার, সোনারপুর : ২১ জুলাই, তৎকালীন প্রদেশ যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকে মহাকরণ অভিযানে গিয়ে মৃত্যু হয়েছিল সোনারপুরের (Sonarpur) কামরাবাদের বাসিন্দা রতন মণ্ডলের (Ratan Mondal)। আজও ২১ জুলাই আসলে সেই স্মৃতি মনে পড়ে স্ত্রীর।
১৯৯৩ সালের ২১ জুলাই। আজ থেকে প্রায় ৩ দশক আগে, ভোটারদের সচিত্র পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মেয়ো রোডে মহাকরণমুখী মিছিলে গুলি চালায় পুলিশ ৷ মৃত্যু হয় ১৩ জন যুব কংগ্রেস কর্মীর ৷ মৃত্যু হয়েছিল সোনারপুরের কামরাবাদের বাসিন্দা রতন মণ্ডলের। কাজে যাচ্ছেন বলে, বাড়ি থেকে বেরিয়েছিলেন যুব কংগ্রেস কর্মী রতন। গেছিলেন, তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের ডাকে মহাকরণ অভিযানে। রাতভর উৎকণ্ঠায় কাটার পর, পরের দিন সকালে বাড়িতে খবর আসে, গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন রতন মণ্ডল। ১ ছেলে, তিন মেয়েকে নিয়ে, অথৈ জলে পড়েন স্ত্রী মহারানী মণ্ডল। তারপর কেটে গেছে এতগুলো বছর। এখনও ২১ জুলাই এলে কান্নায় চোখ ভেজে মৃত যুব কংগ্রেস কর্মীর স্ত্রীর।
আরও পড়ুন ; শ্যামবাজার, হাজরা মোড়-সহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসবে ধর্মতলায়
মহারাণী মণ্ডল বলেন, মমতা বাড়িতে লোক পাঠিয়েছিলেন, আমাকে নিয়ে যান। মমতা শান্তনা দেন। ছেলেকে কাজ দিয়েছেন। কিছুদিন আগে নাতনি অসুস্থ হওয়ায়, সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী।
পরিস্থিতি এখন বদলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন, ছেলের রেলে চাকরি হয়েছে। প্রতি বছরের মতো এবছরও তৃণমূলের একেশের সভায় যাবেন মৃত যুব কংগ্রেস কর্মীর স্ত্রী।
আজ ২১-এর সমাবেশ-
আজ তৃণমূলের একুশে সমাবেশ। শ্যামবাজার, হাজরা মোড়-সহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসবে ধর্মতলায়। যান চলাচল স্বাভাবিক রাখতে, মিছিলের জন্য ৮টি রুট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ২১শে’র সকালে, সব পথ এসে মিলবে ধর্মতলায়। শহরের পথ সচল রাখতে, মিছিলের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিভিন্ন রুট।