সিউড়ি: ভাঙড়ে গ্রেফতার হয়েছেন আরাবুল ইসলাম। সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হয়েছেন শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার। সেই আবহেই এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, তাঁর নিজের দলের নেতারাও ছাড় পাননি। চাইলে 'গদ্দার'দের বিরুদ্ধেও পদক্ষেপ করতে পারেন তিনি। সময় নিচ্ছেন শুধু। প্রকাশ্য সভায় এই মন্তব্য করলেন তিনি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।


প্রকাশ্য সভায় 'গদ্দার'দের নিশানা করলেন মমতা


রবিবার সিউড়িতে প্রকাশ্য সভায় এই মন্তব্য করেন মমতা। তিনি বলেন, "আমি কি পারি না গদ্দারদের অ্যারেস্ট করতে? একটু সময় দিচ্ছি। সুতো ছাড়ছি। গদ্দারদের সব চুরি, দুর্নীতির মামলা...সবাইকে বলে চোর। ওরা চোরেদের ঠাকুরদা। মায়েরা বলেন, শূন্য কলসি বড্ড বাজে বেশি। এরা হচ্ছে শূন্য কলসি। কিচ্ছু নেই। দিল্লি হ্যাঁ বললে ধিতাং ধিতাং নৃত্য করে। দিল্লি না বললে মন খারাপ করে ঘরে বসে থাকে। দিল্লির দয়ায় রাজনীতি করে। বাংলাকে ভালবাসে না। এরা বাঙালিবিরোধী, মহিলাবিরোধী, দলিত বিরোধী, কৃষক বিরোধী।" (Mamata in Suri)


সন্দেশখালি নিয়ে ফের ষড়যন্ত্রের কথা মমতার মুখে


সিউড়ির সভায় দাঁড়িয়ে ফের সন্দেশখালি নিয়ে মন্তব্য করেন মমতা। তিনি বলেন, "একটা ঘটনা ঘটেছে। ঘটনা ঘটানো হয়েছে। প্রথমে ED-কে পাঠিয়েছে। তার পর তাদের বন্ধু BJP ঢুকেছে। তিলকে তাল করা হয়েছে। শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। আমি অফিসার পাঠাব, যার যা অভিযোগ আছে, বলবেন। কেউ যদি কিছু নিয়ে থাকে, সব ফেরত দেওয়া হবে। আজ পর্যন্ত কোনও মহিলা, কোনও অভিযোগ করেননি। আমি পুলিশকে বলি, স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ করতে। আমাদের ব্লক প্রেসিডেন্ট গ্রেফতার হয়েছেন। আমি কিছু বললে, করে দেখাই। ভাঙড়ে আরাবুলও তো গ্রেফতার হয়েছে। ও তো আমাদের কর্মী! তোমরা কতজনকে গ্রেফতার করেছো?"


আরও পড়ুন: ভোটের আগে আধার বাতিল? অভিযোগ মমতার, প্রয়োজনে বিকল্প ব্যবস্থার ঘোষণা


মমতা যদিও সরাসরি কারও নাম মুখে আনেননি, তবে রাজ্যের বিরোধী দলনেতা তথা তৃণমূলের প্রাক্তন নেতা শুভেন্দু অধিকারীকে একাধিক বার 'বিশ্বাসঘাতক', 'গদ্দার' বলে উল্লেখ করেছেন তৃণমূল নেতৃত্ব। শুভেন্দুও বার বার মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্বকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে এসেছেন। দুর্নীতির অভিযোগে শাসকদলের বিদ্ধ নেতাদের তো বটেই সরাসরি মমতাকেও তীব্র কটূক্তি করতে শোনা গিয়েছে তাঁকে।