রাজকোট: তৃতীয় টেস্টের চতুর্থ দিনে পুরো চালকের আসনে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রথম ইনিংসে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল রোহিত (Rohit Sharma) বাহিনী। চতুর্থ দিনের মধ্য়াহ্নভোজের (Lunch Break) বিরতির সময় পর্যন্ত ৪৪০ রানের লিড নিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। ভারতের স্কোর ৩১৪/৪। ১৪৯ রান করে ক্রিজে আছেন জয়সওয়াল (Yashasvi Jaiswal)। অন্য়দিকে ২২ রান করে তাঁর সঙ্গে ব্যাটিং করছেন সরফরাজ খান (Sarfaraz Khan)। এখনও ভারতের হাতে রয়েছে ৬ উইকেট। 


এদিনের শুরুতে ১৯৬/২ থেকে খেলা শুরু করেছিল ভারতীয় দল। গতকাল রোহিত শর্মা ও রজত পাতিদারের উইকেট হারায় ভারত। নাইটওয়াচম্য়ান হিসেবে ক্রিজে নেমেছিলেন কুলদীপ যাদব। শুভমন গিলের সঙ্গে অপরাজিত ছিলেন তিনি। এদিন শুরু থেকে শুভমন একটু স্লো খেললেও কুলদীপ চালিয়ে খেলছিলেন। মাঝে একবার টম হার্টিকে স্টেপ আউট করে এসে ছক্কাও হাঁকান। বাউন্ডারিও মারেন তিনটি। অন্য়দিকে গিল ধীরে ধীরে সিরিজে নিজের দ্বিতীয় শতরানের দিকে এগোচ্ছিলেন। কিন্তু আচমকাই কুলদীপের একটি ভুলের খেসারত দিতে হল গিলকে। টম হার্টলির বলে শট খেলেছিলেন ভারতীয় বোলার। বল শট খেলেই গিলকে কল করেছিলেন রান নেওয়ার জন্য। কিন্তু আচমকাই নিজের সিদ্ধান্ত বদলে নেন কুলদীপ। নন স্ট্রাইকার এন্ডে ফিরে আসতে আসতে গিলের স্ট্যাম্প ভেঙে দেন স্টোকস। ৯১ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরতে হয় ভারতীয় ব্যাটারকে। বেশ হতাশা ঝড়ে পড়ছিল। নিশ্চিত সেঞ্চুরি মাঠে ফেলে আসতে হল গিলকে। প্রথম ইনিংসে জাডেজার ভুলে আউট হতে হয়েছিল সরফরাজকে। এবার কুলদীপ ভিলেন হয়ে গেলেন। এর কিছুক্ষণ পরে কুলদীপ নিজেও প্যাভিলিয়ন ফেরেন। ব্যক্তিত ২৭ রানের মাথায় রেহান আহমেদের বলে রুটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর অবশ্য আর কোনও উইকেট হারায়নি এদিন ভারত। গতকাল পিঠের ব্যথায় মাঠ ছাড়তে হয়েছিল ১০৪ রানে অপরাজিত থেকে। এদিন জয়সওযাল নামলেন, আর নেমেই গতকালের মেজাজেই ব্যাটিং করছেন তিনি। তাঁর সঙ্গে ক্রিজে আছেন অভিষেককারী সরফরাজ। দ্বিতীয় ইনিংসেও বেশ ছন্দেই ব্যাটিং করছেন তিনি। 


এদিকে রাজকোট টেস্টে মাঠে ফিরতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে অশ্বিন চতুর্থ দিনেই দলের সঙ্গে ফের যোগ দেবেন। উল্লেখ্য, মায়ের অসুস্থতার খবর পেয়ে খেলার মাঝেই গতকাল চেন্নাই উড়ে গিয়েছিল অভিজ্ঞ এই স্পিনার।