সনৎ ঝা, মোহন প্রসাদ, উমেশ তামাঙ্গ, দার্জিলিং : দার্জিলিং (Darjeeling) পুরসভার ৩২টি ওয়ার্ডের মধ্যে ১০টিতে প্রার্থী দিল তৃণমূল (TMC)। বাকি ২২টি আসনে জোট হবে, না কি দল প্রার্থী দেবে? স্পষ্ট করেনি তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের তালিকা ঘোষণার পর গোর্খা জনমুক্তি মোর্চা ১৩টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে।


১০৭টি পুরসভায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে তৈরি হয়েছে নজিরবিহীন বিভ্রান্তি তৈরি হয়েছে। থামছে না বিক্ষোভ। এই প্রেক্ষাপটে দার্জিলিং পুরসভার (Municipality Elction 2022) প্রার্থী তালিকা প্রকাশ করল শাসক দল। দার্জিলিং পুরসভার ৩২টি ওয়ার্ডের মধ্যে ১০টিতে প্রার্থী দিয়েছে তৃণমূল। ২২টি আসন ছেড়ে রেখে কি অন্য দলকে জোট বার্তা, না কি পরে প্রার্থী ঘোষণা হবে? স্পষ্ট করেনি শাসক দল। তৃণমূল নেতা ও মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এখনই কিছু বলব না । 

আরও পড়ুন :


ডোমজুড়ে হানা ইবির, ভেজাল সর্ষের তেলের কারখানা থেকে বাজেয়াপ্ত ১১ হাজারের বেশি পাউচ ও টিন


সূত্রের খবর, রবিবার পাহাড়ের মোর্চা নেতাদের সঙ্গে শিলিগুড়িতে বৈঠক করেন তৃণমূল নেতারা।তাৎপর্যপূর্ণ বিষয় হল, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরই, দার্জিলিঙের ১৩টি ওয়ার্ডে প্রার্থীদের নাম জানায় গোর্খা জনমুক্তি মোর্চা। গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ জানিয়েছেন, ' জোট নিয়ে কথা হতে পারে। জোট নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। আগামী দিনে কী হবে পরে জানাব। ' 

দার্জিলিং পুরসভায় ৩২টি ওয়ার্ডেই প্রার্থী দিয়েছে অনীত থাপার দল ভারতীয় প্রজাতান্ত্রিক মোর্চা। অন্যদিকে বিজেপির তরফে কল্যাণ দেওয়ান জানিয়েছেন, ' দার্জিলিংয়ের মানুষ আত্মসম্মান হারাচ্ছে কারণ এখানকার কিছু দল রাজ্যের চাকরে পরিনত হয়েছে। গরিমা ফেরাতে বিজেপি জোটের পক্ষে থাকবে মানুষ।' 


২০১৭-র পুরভোটে দার্জিলিং পুরসভায় ৩১টি ওয়ার্ডে মোর্চা, এবং ১টি ওয়ার্ড জিতেছিল তৃণমূল।


সারা রাজ্যের ১০৮ পুরসভার সঙ্গে দার্জিলিং পুরসভাতে ভোট হবে। ২০১৭ সালে এখানে পুরসভা নির্বাচনে জেতে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা।স্থানীয় বাসিন্দাদের মতে দার্জিলিং পুরনিগম হলে আরও উন্নয়ন হত। উত্তরবঙ্গে একমাত্র শিলিগুড়িরই পুরনিগমের তকমা আছে।