কলকাতা: অনুমোদন মেলেনি প্রথম বার। তবে হাল ছাড়তে নারাজ তৃণমূল। ১০০ দিনের কাজের টাকার (MGNREGA) দাবিতে ধর্নায় বসতে ফের দিল্লি পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠি দিল তৃণমূল। এবার আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লির যন্তর-মন্তর, কেন্দ্রীয় কৃষি ভবনের বাইরে এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের বাসভবনের সামনে ধর্নায় বসার অনুমতি চাওয়া হয়েছে। (TMC Dharna) এবার কি মিলবে অনুমতি, সেদিকে তাকিয়ে দল।


তৃণমূলের তরফে জানানো হয়েছে, ধর্নায় যোগ দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। (Abhishek Banerjee) এর আগে, ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ১০০ দিনের কাজের টাকা আদায়ের দাবিতে দিল্লি চলোর ডাক দেন অভিষেক। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রামলীলা ময়দানে ধর্নার অনুমতি চাওয়া হয়। সেবার অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশ অনুমতি না দেওয়ায় তৈরি হয় রাজনৈতিক বিতর্ক। এই পরিস্থিতিতে এবার দিল্লির তিনটি জায়গায় ধর্নার অনুমতি চাইল তৃণমূল। 


১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ে, আগামী ২ অক্টোবর, গাঁধী জয়ন্তীতে দিল্লিতে ধর্নার কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তার ঘোষণা করেন খোদ অভিষেক। মমতা জানান, তিনিও দিল্লির ধর্নায় যেতে আগ্রহী। সেই মতো ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রামলীলা ময়দানে ধর্নার অনুমতি চেয়ে গত ২৩ অগাস্ট দিল্লি পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল।


আরও পড়ুন: South 24 Pargana: এলাকায় কোনও কাজ না থাকায় ভিনরাজ্যে গিয়েছিলেন, ফের আরও এক পরিযায়ী শ্রমিকের মত্যু


কিন্তু গত ২৮ অগাস্ট দিল্লি পুলিশ জানায়, এখন অনুমতি দেওয়া যাবে না। দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ। তারা তৃণমূলের কর্মসূচিতে অনুমতি না দেওয়ায়, বিজেপি-র বিরুদ্ধে সরব হয় বাংলার শাসক দল। দুই তরফ থেকেই উড়ে আসতে শুরু করে বাক্যবাণ। প্রতিবাদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে বলে


এর আগে বাংলায় বিরোধীদের নানা কর্মসূচিতে প্রশাসন অনুমতি না দেওয়ায় বার বার বিতর্ক তৈরি হয়েছে। মিছিল-সভা করার জন্য় একাধিক বিরোধী দলকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে বার বার। দিল্লিতে ধর্না কর্মসূচির ক্ষেত্রে একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তৃণমূলকেও। সেই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হতে সময় লাগেনি। তবে এখনই হাত তুলে নিতে নারাজ তৃণমূল। তাই ধর্নার অনুমতি চেয়ে ফের আবেদন জানাল তারা।