সৌভিক মজুমদার, কলকাতা : আবার শিরোনামে সন্দেশখালি । এ বছরই লোকসভা ভোটের আগে সন্দেশখালিই ছিল নজরের কেন্দ্রে। শেখ শাহজাহানের দৌরাত্ম্য সামনে আসার পর থেকেই সন্দেশখালি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর দাবি সামনে আসে। বঙ্গে লোকসভা ভোটের প্রচারে মূল ইস্যুই হয়ে উঠেছিল সন্দেশখালি। সেই সন্দেশখালি আবার খবর। হাইকোর্টে এবার এলাকার এক তৃণমূল নেতা। তাঁর অভিযোগ আরেক তৃণমূল নেতার বিরুদ্ধেই।  এবার তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে হাইকোর্টে গেল তৃণমূল!

দিলীপ মল্লিকের বিরুদ্ধে আদালতে তৃণমূল

সন্দেশখালির তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বিরুদ্ধে আদালতে হাজির হন সেখানকারই এক  যুব তৃণমূল নেতা মইনুদ্দিন মোল্লা। নেতা দিলীপ নাকি সেখানে একের পর এক বেআইনি কাজ চালিয়ে যাচ্ছেন। আর তার প্রতিবাদ করার খেসারত দিতে হচ্ছে আরেক তৃণমূল নেতাকে।  হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। 

 SIT গঠনের আর্জি

যুব তৃণমূল নেতা মইনুদ্দিন মোল্লার  আবেদন, SIT গঠন করে তদন্ত করা হোক। দিলীপ মল্লিক এলাকায় নানারকম বেআইনি কাজকর্ম করেন বলে অভিযোগ আর  সেই বেআইনি কাজের প্রতিবাদ করেছিলেন মইনুদ্দিন। তারপর থেকে তাঁর উপর চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাতে আবেদনকারী তৃণমূল নেতাকে কটাক্ষ করেন বিচারপতি। বলেন, 'আপনাদের তো বাউন্সার আছে, আদালতে আসার কী দরকার!' বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মন্তব্য করলেও মামলা দায়েরের অনুমতি দেন তিনি।                            

সন্দেশখালি ও শেখ শাহজাহান                         

চব্বিশের লোকসভা ভোটের মুখে এই সন্দেশখালিতেই নির্যাতনের প্রতিবাদে গর্জে উঠেছিলেন মহিলারা। শেখ শাহজাহান-বাহিনীর দৌরাত্ম্যের বিরুদ্ধে রীতিমতো খড্গহস্ত হতে দেখা গিয়েছিল দ্বীপাঞ্চলের নারীবাহিনীকে। ভোটের বাজারে সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৎকালীন তৃণমূল সভাপতির দলবলের অত্যাচারে কাহিনিকে হাতিয়ার করতে উঠেপড়ে লেগেছিল বিজেপি-সহ বিরোধীরা। কিন্তু  এবার সেই সন্দেশখালিতেই তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল । এখন এই মামলায় আদালত কী নির্দেশ দেয়, সেটাই দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Bangladesh: 'হাসিনার আমলে পাকিস্তানকে বয়কটের সিদ্ধান্ত বাতিল' বিজ্ঞপ্তি জারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের