বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে বিরোধীদের হাত পা ভেঙে (Assault) দেওয়ার 'নিদান' দিলেন পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ  (TMC Leader) শাজাহান আলি। অভিযোগ, গত বুধবার বাকচার সভা থেকে শাজাহানের হুঙ্কার দেন, 'ওরা একজনের মাথা ফাটালে আপনারা দশজনের মাথা ফাটাবেন।' যদিও জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের বক্তব্য, 'এটা শাজাহানের ব্যক্তিগত কথা। দল এগুলি কখনওই সমর্থন করে না।' তোপ দেগেছে বিজেপি। 'সন্ত্রাসের  রাজনীতি করে তৃণমূল, তা ফের প্রমাণ হল', কটাক্ষ তাদের।


কী নিয়ে বিতর্ক?
পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ময়নার তৃণমূল নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ শাজাহান আলির বিরুদ্ধে। একদিকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রক্তপাতহীন শান্তিপূর্ণ ভোটের কথা বলে আসছেন, তখন তাঁরই দলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বিরুদ্ধে বিরোধীদের হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।গত ৮ এপ্রিল ময়নার বাকচায় সভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সেই একই জায়গায় সভা করে তৃণমূল। এই সভায় তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্র ছাড়াও হাজির ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, চন্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী-সহ অন্যান্য নেতারা। অভিযোগ, সেই সভা থেকেই হুমকি দিয়েছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেখ শাজাহান আলী। তাঁর বক্তব্য, 'আগেও পা, হাত ভেঙেছি মাথা ফাটিয়েছি। আবারও আমি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাজাহান আলী বলছি পা, হাত ভাঙ্গব।' এতেই শেষ নয়। তিনি আরও বলেন, 'আমরাও মারপিট করতে জানি, কিন্তু করিনি।বাকচায় যারা আমাদের কর্মীর মাথা ফাটিয়েছে, হাত ভেঙেছে, প্রশাসন আছে। আপনারা যদি ২৪ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার না করেন, আমি, শাজাহান আলী বলছি, ওদেরও হাত পা ভেঙে দিন।' তাঁর দাবি, হাত ভাঙার প্রমাণ রয়েছে তাঁর কাছে। পরে বলেন, 'কয়েকদিন আগে সমবায় ভোটে আমাদের এক কর্মীর হাত ভেঙে দিয়েছিল। আমি ওদের ৬ জনের হাত ভেঙে দিয়েছি। আমি বলছি একজন তৃণমূল কর্মীর যদি হাত ভাঙে, তা হলে আপনারা দশ জনের হাত পা ভেঙে দেবেন।' পুলিশকেও কড়া বার্তা দেন জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ। বলেন, 'অভিযুক্তদের ধরুন না হলে আমরা ধরলে দুখানা ঠ্যাং ভেঙে দেব।' বিতর্ক আরও জোরাল হয় ময়নার বিজেপি বিধায়ককে নিয়ে শাজাহানের মন্তব্যে। তিনি অভিযোগ করেন, ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা মুরগি চোর। সঙ্গে বার্তা, 'বিজেপির বিধায়ক এলে ওঁর কাছে ১০০ দিনের কাজের টাকা চাইবেন। যদি না দিতে পারেন, ওঁকে ময়না থেকে ঝাঁটা মেরে বার করে দেবেন।' এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। তাদের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, 'সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চলেছে তৃণমূল।'


আরও পড়ুন:মিড ডে মিলের টাকা থেকে বগটুইয়ে ক্ষতিপূরণ! অভিযোগ কেন্দ্রীয় রিপোর্টেও