প্রকাশ সিনহা, আসানসোল: দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রতকে। সূত্রের খবর, আজই ট্রেনে করে দিল্লি নিয়ে যাওয়া হবে অনুব্রত মণ্ডলকে। দিল্লি নিয়ে যেতে ইডিকে অনুমতি দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। তারপরেই এদিন দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।



আজই দিল্লিযাত্রা:
বৃহস্পতিবার সবুজ সঙ্কেত দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ফলে তাঁকে দিল্লি নিয়ে যেতে আর বাধা রইল না ED


আসানসোল স্টেশন থেকে রেলে করে নিয়ে যাওয়া হবে দিল্লি। বৃহস্পতিবার থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে আসানসোল জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, আসানসোল পুলিশ কমিশনারেটের থেকে সিকিউরিটি চেয়েছে জেল কর্তৃপক্ষ। আজ দিল্লি নিয়ে গিয়ে, শনিবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করা হতে পারে, অনুব্রতকে।


ED'র কাছ থেকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ পাওয়ার পরই বিশেষ সিবিআই আদালতে আবেদন করেছিল আসানসোল জেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার তাতে সম্মতি দিয়েছেন বিচারক। সূত্রের খবর, ইতিমধ্যেই আসানসোল সংশোধনাগারে পৌঁছে গেছে বিশেষ সিবিআই আদালতের রায়ের সেই কপি। 


সরব মমতা:
অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'কেন অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে? কারণ পঞ্চায়েত ভোট আসছে। লোকসভা ভোট পর্যন্ত তারা অনেককে গ্রেফতার করবে। এটাই তাদের অভ্যাস।'


গরুপাচার মামলায় গত ১১ অগাস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। ১৭ নভেম্বর আসানসোল জেলে গিয়ে তাঁকে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। সেদিনই ED গ্রেফতার করে অনুব্রতকে। 


তদন্তে সহযোগিতা না করার অভিযোগে, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ED। গত ১৯ ডিসেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রতর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে। তারপরেও অনেকদিন কেটে গেলেও আদালতে পেশ করা হয়নি অনুব্রতকে। এই পরিস্থিতিতে মঙ্গলবারই, ইডির কাছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত জানতে চায়, প্রোডাকশন ওয়ারেন্ট ইস্য়ু করা সত্ত্বেও কেন অনুব্রতকে আদালতে পেশ করা হয়নি? তখন সেখানে ইডি জানায়, ওই প্রোডাকশন ওয়ারেন্টকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন অনুব্রত। কিন্তু তাতে কোনও স্থগিতাদেশ দেয়নি দিল্লি হাইকোর্ট। তারপরেও কেন অনুব্রতকে হাজির করানো হয়নি তা এক সপ্তাহের মধ্যে তা লিখিতভাবে জানানোর জন্য ইডিকে নির্দেশ দেয় রাউস অ্যাভিনিউ কোর্ট। তারপরেই অনুব্রতর দিল্লি যাত্রার অনুমতি চেয়ে বিশেষ সিবিআই আদালতে আবেদন করে সংশোধনাগার কর্তৃপক্ষ। সেই অনুমতি মিলেছে।


ইডি সূত্রে খবর, অনুব্রতকে হেফাজতে নিয়ে জেরার আবেদন করবে তারা। অনুমতি মিললে দিল্লির ইডির দফতরে চলবে জেরা-পর্ব। 

আরও পড়ুন: ফের প্রাণ কাড়ল অ্যাডিনো ভাইরাস, মৃত্যু আরও ১ শিশুর