কলকাতা: দ্বিতীয় বার মা হতে চলেছেন নিজে। তার আগে মা দুর্গাকে বিদায় জানানোর পালা। দেবীবরণে অংশ নিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। পাশে দেখা গেল স্বামী, পরিচালক তথা রাজনীতিক রাজ চক্রবর্তীকে (Raj Chakraborty)। অন্তঃসত্ত্বা স্ত্রীর হয়ে বরণডালা ধরে থাকা থেকে, সিঁড়িয়ে বেয়ে প্রতিমাকে মিষ্টিমুখ করানো, সবেতেই শুভশ্রীর পাশে দেখা গেল রাজকে। স্ত্রীর বরণের মুহূর্ত ক্যামেরাবন্দিও করলেন। (Durga Puja 2023)
মঙ্গলবার দুর্গাপুজোর দশমী। মাকে বিদায় জানানোর পালা। সকাল থেকেই তাই মন খারাপ বাঙালির। বাপের বাড়ি থেকে কৈলাসে ফিরে যাচ্ছেন যে মা। তাই অশ্রুসজল চোখে মাকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন রাজ্যবাসী। শহর কলকাতাতেও সকাল থেকে সেই রেশ ধরা পড়ছে। শহরের অভিজাত আবাসন, 'আরবানা'য় বাস একগুচ্ছ তারকার। সেখানেও দেবীবরণ চলছে। মাকে বিদায় জানাতে হাজির হয়েছেন আবাসনের বাসিন্দারা।
'আরবানা'র বাসিন্দা শুভশ্রী এবং রাজ এদিন সকালে বরণডালা হাতে নিয়ে মাকে বিদায় জানাতে হাজির হন। শুভশ্রীর পরনে ছিল লাল-পাড় সাদা শাড়ি। হাতে ছিল শাঁখা-পলা, সোনার গয়না। বরণের সময় আঁচল টেনে মাথায় ঘোমটাও দেন শুভশ্রী। তাঁর সঙ্গে রং মিলিয়ে সাদা কুর্তা পরেছিলেন রাজও। বরণ মিটে গেলে একসঙ্গে ছবিও তোলেন তারকা দম্পতি।
মঙ্গলবার সকালে 'আরবানা'র পুজোয়
আরও পড়ুন: Durga Visarjan 2023: বিসর্জন ঘিরে বাবুঘাট-সহ গঙ্গার ঘাটগুলিতে কড়া নজরদারি পুলিশের
বরণে তাঁর কী ভূমিকা, সেকথা স্পষ্ট করে দিলেন রাজও। জানালেন, সারাক্ষণ বরণডালা ধরেছিলেন তিনি। বাঁশ দিয়ে বাঁধা, কাঠের তক্তা দিয়ে তৈরি সিঁড়ি বেয়ে অন্তঃসত্ত্বা শুভশ্রীকে উঠতে সাহায্য করেন তিনি। আর সবচেয়ে বড় কাজ যেটি, পান-সুপারি সহযোগে শুভশ্রী যখন মিষ্টিমুখ করাচ্ছেন প্রতিমাতে, কানে কানে আবার আসতে বলছেন সামনের বছর, সেই মুহূর্ত ক্য়ামেরাবন্দির করার গুরুদায়িত্বও সামলান রাজ। শুভশ্রী জানান, তাঁর অনুভূতি মিশ্র। একদিকে মায়ের চলে যাওয়ার কষ্ট, আবার সামনের বছরের অপেক্ষার আনন্দ।
আজ বিচ্ছেদের দশমী। বেজে গিয়েছে বিসর্জনের বাজনা। ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দেবেন উমা। আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে দেবী-বরণের প্রস্তুতি। সকালে হবে ঘট বিসর্জন। এরপর সিঁদুরখেলা। একে অন্যকে সিঁদুরে রাঙিয়ে দেওয়ার পালা। তারপর গঙ্গার ঘাটে মা-কে বিদায় জানানো। কোলাকুলিতে হবে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ। হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা। বিসর্জনের জন্য গঙ্গার ঘাটে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে বলে ওঠা, আসছে বছর আবার এসো মা।
বনেদি বাড়ি, বারোয়ারি দুর্গাপুজোর পাশাপাশি আজ বিষাদের সুর আবাসনের পুজোগুলিতেও। বাইপাসের ধারে 'আরবানা'য় প্রতিমা বরণের পর সিঁদুরখেলাও রয়েছে। দশমীর দিন সেখানে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। আরবানার পুজোয় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন চিত্র পরিচালক অরিন্দম শীল। এদিন তাঁকে বরণ সংক্রান্ত কাজকর্মও সামলাতে দেখা যায়।