ঝিলম করঞ্জাই ও সত্যজিত্‍ বৈদ্য, এবিপি আনন্দ : করোনার চতুর্থ ঢেউ, মাঙ্কি পক্সের আতঙ্ক সামলে ওঠার আগেই এবার ভারতে হানা দিয়েছে টোম্যাটো ফ্লু। কেরল, ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে এই রোগে আক্রান্ত হয়েছে বহু শিশু।




কী এই টোম্যাটো ফ্লু বা Tomato fever ? 

চিকিত্সকরা বলছেন, এটি একটি ভাইরাল রোগ। এই রোগের উপসর্গ হল,


  • জ্বর, সর্দি-কাশি

  • নাক দিয়ে জল পড়া

  • বমিভাব

  • পেটে ব্যথা

  • ডায়েরিয়া

  • গলা, মুখ ও জিভে ঘা

  • জ্বালাভাব

  • খেতে সমস্যা
    উপসর্গ থাকে ৩ থেকে ৫ দিন। রোগটি খুবই ছোঁয়াচে। চিকিত্সকদের একাংশের দাবি, স্কুল খোলার পর এই রোগের উপসর্গ নিয়ে চিকিত্সার জন্য আসছে শিশুরা। পরিস্থিতির ওপর নজর রেখেছে স্বাস্থ্য দফতর।



    চিকিৎসকরা বলছেন, মূলত ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই রোগের সংক্রমণ দেখা যাচ্ছে। তবে হাসপাতালে ভর্তির প্রয়োজন খুব কম ক্ষেত্রেই পড়ে। বিশেষজ্ঞদের পরামর্শ, এরকম উপসর্গ দেখা দিলেই যেতে হবে চিকিত্সকে কাছে। পাশাপাশি, শিশুরা যাতে কোনওভাবে ফোস্কাগুলি চুলকে না দেয় তার দিকে নজর রাখতে হবে। 

    অন্যদিকে দেশের করোনা পরিস্থিতিও চোখ রাঙাচ্ছে। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ফের ৩ হাজারের ওপরে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের। দৈনিক করোনা সংক্রমণের নিরিখে উত্তর ২৪ পরগনার পরেই আছে কলকাতা। এই পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

    আরও পড়ুন  :

    শিশুদের নিয়ে উদ্বেগ, চোখরাঙানি টোম্যাটো ফ্লু-র, নজর রাখুন এই ৮ উপসর্গে