কলকাতাঃ আজকের দুপুরের বড় খবরগুলি দেখে নিন এক নজরে 


বালেশ্বরে দুর্ঘটনাস্থলে মমতা


ট্রেন দুর্ঘটনায় মৃত্যুনগরী বালেশ্বর! দুশো ষাট ছাড়াল মৃতের সংখ্যা। আহত সাড়ে ছশো পার। মালগাড়ির ওপর করমণ্ডলের (Coromandel Express) ইঞ্জিন। এখনও পরপর দেহ উদ্ধার। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। বিপর্যয়ের কারণ ঘিরে ধোঁয়াশা। কী ভাবে দুর্ঘটনার কবলে তিন তিনটি ট্রেন (Train)? কার গাফিলতি? উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন। কারণ নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।                                                                              
 
রেল দুর্ঘটনায় বাংলার নিহতদের ক্ষতিপূরণ



বালেশ্বরে দুর্ঘটনাস্থলে গিয়ে মমতা বলেন, এতগুলো প্রাণ চলে গেছে। তাঁদের ফেরানো তো যাবে না। কিন্তু এখন আমাদের লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক করা। রেলওয়ের সিস্টেম আছে তাঁরা ১৫ লক্ষ করে দেওয়া হয়। এখন ১০ দেওয়া হয়। আমাদের রাজ্যের যারা আছেন, তাঁদের ৫ লক্ষ টাকা করে দেব। আমাদের ৪০ ডাক্তার এখানে কাজ করছেন। আমাদের সিস্টাররা কাজ করছেন। 


বাসন্তীর ৫ জনের মৃত্যু


বালেশ্বরে দুর্ঘটনার বলি বাসন্তীর ৫ জন। ধান রোয়ার কাজে অন্ধ্রপ্রদেশ যাচ্ছিলেন। ৩ ভাইয়ের মৃত্যু। প্রাণ গেল ওই গ্রামেরই ২ পরিযায়ী শ্রমিকের। চেন্নাইয়ে চিকিৎসার করাতে যাওয়ার পথে মৃত্যু হাওড়ার বাসিন্দার। 


ভয়ঙ্কর অভিজ্ঞতা কলকাতার মহিলার


১১ বছরের মেয়ের জন্মদিন পালন করে চেন্নাইয়ে স্বামীর কাছে ফিরছিলেন। বালেশ্বরে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন পিকনিক গার্ডেনের বাসিন্দা মা-মেয়ে। একবার নয়, দু’-দু’বার ধাক্কা। পাশের কামরার শৌচাগার ভেঙে ঢুকে যায় তাঁদের কামরায়। মেয়েকে আঁকড়ে কীভাবে ফিরেছেন, তা ভাবলেই শিউড়ে উঠছেন এই মহিলা।                          


চাকরিতে দুর্ঘটনার প্রভাব


নেতাজি নগরের সুদীপ্তা সাহা। ৫ জুন থেকে বিজয়ওয়াড়ার একটি বেসরকারি স্কুলে চাকরিতে যোগ দেওয়ার কথা। শনিবার সকাল থেকে পরিবার-সহ হাওড়া স্টেশনে এসে বসেছিলেন। ফলকনুমা এক্সপ্রেস বাতিল হওয়ায়, কীভাবে চাকরিতে যোগ দেবেন, ভেবে কুলকিনারা পাচ্ছেন না কলকাতার এই তরুণী। 


 


আরও পড়ুন, সাইকেলকে বাংলায় কী বলে জানেন? অধিকাংশ মানুষই এর উত্তর দিতে পারেন না