Google Pixel 7a: গুগল পিক্সেলের (Google Pixel Phone) নতুন ফোন পিক্সেল ৭এ (Google Pixel 7a) লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ১১ মে এই ফোন লঞ্চ হবে দেশে। পিক্সেল ৬এ ফোনের সাকসেসর হিসেবে এই মডেল লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন, ফিচার এবং রঙ, দাম ও অন্যান্য তথ্য সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ১০ মে Google I/O ইভেন্টে পিক্সেল ৭এ ফোন প্রকাশ্যে আনবে কর্তৃপক্ষ। তার পরের দিন এই ফোন ভারতে লঞ্চের কথা রয়েছে। 


কোথা থেকে কেনা যাবে গুগল পিক্সেল ৭এ ফোন


জানা গিয়েছে, জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কিনতে পারবেন ভারতবাসী। ১১ মে লঞ্চের পর থেকেই এই ফোন কেনার জন্য উপলব্ধ হবে। সম্ভবত হাল্কা নীল রঙে এই ফোন লঞ্চ হতে চলেছে। গুগল পিক্সেল ৭এ ফোন আর্কটিক ব্লু রঙে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এছাড়াও চারকো ব্ল্যাক রঙে এই ফোন লঞ্চ হতে পারে। এর পাশাপাশি একটি কমলা রঙের শেডেও এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। 


গুগল পিক্সেল ৭এ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে গুগলের টেনসর জি২ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। এছাড়াও এই ফোনে একটি ৬.১ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে।

  • গুগল পিক্সেল ৭এ ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স যযুক্ত সেনসর। এই ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১০.৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • গুগল পিক্সেলের আসন্ন মডেলে ৪৪০০ এমএএইচ ব্যাটারি এবং তার সঙ্গে ২০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকতে পারে। ওয়্যারলেস চার্জিং ফিচারও রয়েছে এই ফোনে। একবার চার্জ দিলে এই ফোনে ৭২ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ থাকবে বলে শোনা যাচ্ছে। 


গুগল পিক্সেল ৭এ ফোনের সম্ভাব্য দাম


ভারতে এই ফোনের দাম ৩২ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে হবে। 


Realme GT Neo 3T: রিয়েলমি জিটি নিও ৩টি ফোনের (Realme Smartphone) দাম কমেছে ভারতে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের (Flipkart) বিগ সেভিং ডে'জ সেল ২০২৩- এ এই ফোন পাওয়া যাবে ১০ হাজার টাকা কমে। গতবছর সেপ্টেম্বর মাসে রিয়েলমি জিটি নিও ৩টি ফোন লঞ্চ হয়েছিল ভারতে। লঞ্চের সময় এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২৯,৯৯৯ টাকা। তবে সেই মডেল এখন ফ্লিপকার্টে পাওয়া যাবে ১৯,৯৯৯ টাকায়। Dash Yellow, Drifting White, Shade Black- এই তিনটি রঙে পাওয়া যাবে রিয়েলমির এই ফোন। প্রথম দুই রঙের মডেলে ফোনের রেয়ার প্যানেল বা পিছনের অংশে একটি chequered flag প্যাটার্ন দেখা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, ফ্লিপকার্টের বিগ সেভিং ডে'জ সেল শুরু হতে চলেছে আগামী ৫ মে। 


আরও পড়ুন- ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?