সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: নেশাজাতীয় (drug) দ্রব্য খাইয়ে টোটো চালকের (toto driver) কাছ থেকে টোটো-সহ সর্বস্ব লুটের (dacoity) অভিযোগ উঠল রায়গঞ্জের (raiganj) রূপাহার এলাকায়। ঘটনার একদিন পর বাড়ি থেকে আট কিলোমিটার দূরে অসুস্থ অবস্থায় খোঁজ মিলল টোটো চালকের। শুক্রবার রাতে এই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। 


কী জানা গেল?
পুলিশের দাবি, টোটোচালকের নাম হাসিম মহম্মদ। বাড়ি রায়গঞ্জ থানার রূপাহার এলাকায়। হাসিমের স্ত্রী মনসুরা বিবির অভিযোগ, গত বুধবার এক ব্যক্তি এসে তাঁর স্বামীর কাছে বৃহস্পতিবার সকাল থেকে টোটো ভাড়া নিতে চান। ওই ব্যক্তি তাঁদের পরিচিত নন বলে জানিয়েছেন মনসুরা। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ ওই ব্যক্তি ও হাসিম টোটো নিয়ে বেরিয়ে যান। কিন্তু এর পর বিকেল হয়ে এলেও টোটোচালক বাড়ি ফেরেননি। বিকেল চারটে নাগাদ মনসুরা বিবি স্বামীকে ফোন করেছিলেন। দাবি হাসিমের ফোন সুইচড অফ ছিল সেই সময়। বৃহস্পতিবার রাত থেকেই স্বামীকে খুঁজতে শুরু করেন মনসুরা। শুক্রবার সকালে রায়গঞ্জের দক্ষিণালে নেশাগ্রস্থ অবস্থায় পড়ে থাকতে পাওয়া যায় হাসিম মহম্মদকে। অভিযোগ, তাঁকে মারধর করে টোটো-সহ সর্বস্ব লুট করে নেওয়া হয়েছে। এই মর্মে রায়গঞ্জ থানায় অভিযোগও করা হয়। বাড়ি থেকে আট কিলোমিটার দূরে হাসিম মহম্মদের নেশাগ্রস্ত অবস্থায় উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। রায়গঞ্জ এলাকায় দিনের পর দিন চুরি ছিনতাই বেড়েই চলেছে। সেখানে দাঁড়িয়ে দিনের বেলা এক টোটো চালককে নেশার দ্রব্য খাইয়ে টোটো-সহ সর্বস্ব লুটের ঘটনা আরও এক বার প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা।


ভয়ঙ্কর ঘটনা গত মাসে...
নভেম্বরের ঘটনা। দিনেদুপুরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে খুন হন এক গৃহবধূ। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, ডাকাতিতে বাধা দেওয়াতেই খুন।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, বাড়িতে একাই ছিলেন মহিলা। স্বামীর দাবি, অফিসে যাওয়ার পর ফোন করে স্ত্রী জানান, তিনি ব্যাঙ্কে যাবেন, লকার থেকে গয়না বের করে আনবেন। ব্যাঙ্ক থেকে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই বাড়ির মধ্যে খুন হয়ে গেলেন সেই মহিলা। চাঞ্চল্য উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। মৃতের নাম, সুপ্রিয়া দত্ত(৪১)। স্বামী ও একমাত্র ছেলের সঙ্গে থাকতেন রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লিতে। 


আরও পড়ুন:দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় থমকে ট্রেন চলাচল, যান্ত্রিক ত্রুটিতেই ব্যাহত পরিষেবা