কলকাতা: মর্মান্তিক ঘটনা ডায়মন্ড হারবারে। এদিন ডায়মন্ড হারবারে হুগলি নদীতে তলিয়ে গেল ২ শিশু। ডায়মন্ড হারবার জেটিঘাটে নামার সময় দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা তল্লাশি চালাচ্ছেন। তবে এখনও পর্যন্ত নিখোঁজ ২ শিশু। পরিবার সূত্রে খবর, দুই নিখোঁজ শিশু সম্পর্কে দিদি ও বোন। খবর পেয়ে তপসিয়া থেকে ডায়মন্ড হারবারে যায় পরিবার।
পরিবারের সঙ্গে পূর্ব মেদিনীপুরে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। আনন্দপুর থানা এলাকার গুলসন কলোনি এলাকা থেকে মহম্মদ জাকির হোসেন তার পরিবার নিয়ে ঘুরতে ডায়মন্ড হারবারে যায় পরিবার । সন্ধে সাড়ে ছ’টা নাগাদ ভেসেল পৌঁছয় ডায়মন্ড হারবার জেটি ঘাটে। সেখানেই ঘটে দুর্ঘটনা। লঞ্চ থেকে নেমে আসার সময় নদীতে পড়ে যায় তারা। জানা গিয়েছে, দুটি ভেসেলের মাঝে ফাঁক ছিল। কিন্তু নামার সময় তা খেয়াল করেনি ওই দুই বোন। ফলে ফাঁক দিয়ে গলে হুগলি নদীতে পড়ে যায়। দুই শিশুর তলিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তড়িঘড়ি সিভিল ডিফেন্স টিমকেও উদ্ধারকাজে নামানো হয়েছে।
টনাটি জানাজানি হতেই জেটি ঘাটে পৌঁছয় পুলিশ, পুরসভার আধিকারিকরা। খবর দেওয়া হয় কুইক রেসপন্স টিম, সিভিল ডিফেন্সকে। ঘটনাস্থলে খোদ ডায়মন্ড হারবার এসডিও অঞ্জন ঘোষ। শেষ পাওয়া খবর অনুযায়ী, হুগলি নদীতে তল্লাশি চালানো হলেও এখনও ওই দুই শিশুকন্যার হদিশ মেলেনি।