সুজিত মণ্ডল, শান্তিপুর (নদিয়া): নদিয়ার শান্তিপুরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে মর্মান্তিক ঘটনা। গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক ব্যক্তির। আহত গ্যাস বেলুন বিক্রেতা-সহ ৫ জন। বিস্ফোরণে দুটি পা-ই উড়ে গিয়েছে বেলুন বিক্রেতার। তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গতকাল রাত ১১টা নাগাদ শান্তিপুরের সূত্রাগরের কদবেলতলায় জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের  শোভাযাত্রা চলাকালীন দুর্ঘটনা ঘটে। মৃতের নাম শচীন বিশ্বাস। বছর পঞ্চান্নর ওই ব্যক্তি শান্তিপুরেরই বাসিন্দা। সকালে ঘটনাস্থলে যান শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। রাস উত্সবে গ্যাস বেলুন নিষিদ্ধ করা হবে বলে তিনি জানিয়েছেন। 


নিউটাউনে দুর্ঘটনা: সম্প্রতি ভোরবেলা নিউটাউনে (Newtown) গাড়ি দুর্ঘটনায় চালকের মৃত্যু। ভোর সাড়ে ৫টা নাগাদ কদমপুকুর মোড়ে দুর্ঘটনা (Road Accident) ঘটে। আলু বোঝাই ম্যাটাডোরের ধাক্কায় মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ হারান চালক। আশঙ্কাজনক সঙ্গী।


জানা গিয়েছে, বিশ্ব বাংলার গেটের দিকে যাওয়ার পথে, আলু বোঝাই ম্যাটাডোরের পিছন থেকে ধাক্কা মারে গাড়ি। পুলিশ সূত্রে খবর, গাড়িতে ২ জন আরোহী ছিলেন। গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। তাঁর সঙ্গীর অবস্থাও আশঙ্কাজনক। নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ম্যাটাডোরের চালককে আটক করেছে ইকো পার্ক থানার পুলিশ (Police)। প্রসঙ্গত, অক্টোবারের মাঝামাঝি উটাউনে নভোটেলের কাছে একটি দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর,  রাত সাড়ে ১১টা নাগাদ ঝাড়খণ্ডের নম্বরপ্লেট লাগানো একটি দ্রুত গতির গাড়ি সিগন্যাল অগ্রাহ্য করে একটি মালবাহী গাড়িকে ধাক্কা মারে। তারপর পালিয়ে যায়।


গলসিতে ভয়াবহ দুর্ঘটনা: পূর্ব বর্ধমানের গলসিতে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া লরি পিষে দিল দাঁড়িয়ে থাকা লরির চালককে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চালকের। এই ঘটনার জেরে ২ নম্বর জাতীয় সড়কের কলকাতাগামী লেনে তীব্র যানজট দেখা যায়। 


পুলিশ সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পাথর বোঝাই লরি বিকল হয়ে যাওয়ায় সারাতে নামেন চালক। অভিযোগ, তখনই তাঁকে ধাক্কা মারে পিছনে আসা খালি লরি। দ্বিতীয় লরির চালকও আহত হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই ঘটনার পর পুলিশ দেরিতে আসে বলে অভিযোগ স্থানীয়দের। 


রামপুরহাটে পথ দুর্ঘটনা: বীরভূমের রামপুরহাটে পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা। রাজ্য টাকা দিলেও কেন্দ্র টাকা দেয়নি বলে অভিযোগ। বিজেপি ভাঁওতাবাজিতে বিশ্বাস করে, কটাক্ষ তৃণমূলের। কেন্দ্রের পাঠানো টাকা জেলাশাসক আটকে রেখেছেন বলে দাবি বিজেপির। কেন্দ্রের তরফে টাকা পাঠানো হয়নি, পাল্টা দাবি জেলাশাসকের।