ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : বোলপুরের (Bolpur) প্রান্তিক স্টেশনে (Prantik Station) এক্সপ্রেস ট্রেনে আগুন আতঙ্ক। মুজাফ্ফরপুর-বেঙ্গালুরু এক্সপ্রেসের ডি-২ কামরায় ধোঁয়ায় আতঙ্ক। ডি-২ কামরার চাকায় আগুন লেগে যাওয়ার অভিযোগ যাত্রীদের। কোপাই স্টেশন পেরোনোর পরেই ধোঁয়া দেখে চেন টেনে ট্রেন থামালেন যাত্রীরা। কোপাই স্টেশন পেরিয়ে ধরমতলায় ট্রেন থামার পরেই যাত্রীদের (Passengers) মধ্যে হুড়োহুড়ি। হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত। পিছনেই বন্দে ভারত থাকায় কিছুক্ষণ পরে প্রান্তিক স্টেশনে আনা হয় যাত্রীদের । কীভাবে দুর্ঘটনা, এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি রেল কর্তৃপক্ষের (Rail)। যদিও বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি।


যাত্রীদের একাংশ জানিয়েছে, মুজাফ্ফরপুর-বেঙ্গালুরু এক্সপ্রেস যখন আমোদপুর স্টেশন পেরিয়ে এগোচ্ছিল, তখনই কটূ গন্ধ পান তাঁরা। তারপর কোপাই স্টেশনের পর ট্রেনের নিচে থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান তাঁরা। তারপরই আগুন লেগে যায় বলে অভিযোগ করেন তাঁরা। আগুনের আতঙ্কের জেরে চেন টেনে ট্রেনটিকে দাঁড় করানো হয়।


ট্রেনটি দাঁড়িয়ে পড়ার পরে সঙ্গে সঙ্গে ট্রেনে থাকা জিআরপি ও অন্যান্য রেলকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ট্রেন দাঁড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। কার্যত সকলেই ঝাঁপিয়ে নেমে পালাতে গিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়। অনেক যাত্রী পড়ে গিয়ে আহত হন বলেই খবর। যার মধ্যে রয়েছে এক শিশুও।


ঘটনার পর আগুন নিভিয়ে ট্রেনটিকে নিয়ে যাওয়া হয় প্রান্তিক স্টেশনে। ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে আশঙ্কা করেই যাত্রীদের একাংশ চেন টেনে ট্রেনটিকে দাঁড় করান বলেই জানিয়েছেন। যদিও গোটা ঘটনার জেরে যাত্রীদের মধ্যে তৈরি হয় আতঙ্কের রেশ। 


কয়েক সপ্তাহ আগেই ডাউন বেঙ্গালুরু সুপার ফাস্ট ট্রেনে আগুন (Fire Incident)। শীতাতপ নিয়ন্ত্রিত বি-১ কোচে আগুন লেগে গিয়েছিল। মালদা স্টেশন ছাড়তেই ওই ট্রেনে আগুন ধরে গিয়েছিল। যারপরেই তড়িঘড়ি ট্রেন থামান চালক। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ডাউন বেঙ্গালুরু সুপার ফাস্ট ট্রেনটি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রেনে আগুন আতঙ্ক ।


 



আরও পড়ুন- ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ-উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, মোকাবিলায় যুক্ত আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল করল নবান্ন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial