কলকাতা: তিলজলা-কাণ্ডে (Tiljala Girl Murder) ৭ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের পর খুনের ঘটনার প্রতিবাদে বন্ডেল গেট রোডে পথ অবরোধ স্থানীয়দের (Mass Agitation)। অবরোধের জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় (Sealdah South Section) বন্ধ ট্রেন চলাচল। নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা।


কী পরিস্থিতি?
গত রাত থেকেই ফুঁসছে তিলজলা। এখনও গণক্ষোভ নিয়ন্ত্রণে আনা যায়নি। ৭ বছরের শিশুর মর্মান্তিক পরিণতির প্রতিবাদে বন্ডেল গেট রোড থেকে পার্ক সার্কাস, অবরোধ হয়। মূল অভিযুক্তের কঠোর শাস্তি ও থানা ভাঙচুরকাণ্ডে ধৃত ২ মহিলাকে নিঃশর্ত মুক্তির দাবিতে পিকনিক গার্ডেন ও বন্ডেল রোডের সংযোগস্থলে বন্ডেল গেট অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। নির্দিষ্ট করে বললে পার্ক সার্কাস ও বালিগঞ্জ স্টেশনের মাঝে বন্ডেল গেট ব্রিজের কাছে রেল অবরোধ করা হয়। ফলে শিয়ালদা দক্ষিণ শাখায় সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কাজের দিনে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় কাতারে কাতারে যাত্রী দুর্ভোগের মুখে পড়েছেন। অনেককে কয়েক কিলোমিটার হেঁটে অফিস পৌঁছতে হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'আমরা চেষ্টা করছি যত দ্রুত এই পরিষেবা স্বাভাবিক করা যায়। কিন্তু এটা তো রেলের কারণে হয়নি। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে মানুষের দুর্ভোগ কমানোর প্রাণপণ চেষ্টা করছি। ' তিনি বোঝালেন, যে এলাকায় অবরোধ হয়েছে সেখানে গণ্ডগোলের অর্থ দক্ষিণ শাখায় গোটা রেল পরিষেবা ধাক্কা খেয়ে যাওয়া। দুপুর আড়াইটে নাগাদ এই অশান্তি শুরু হয়েছে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করেও ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়নি, মেনে নিলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।


এখনও উত্তাল এলাকা...
এদিকে পরিস্থিতি শান্ত হওয়ার লক্ষণ নেই। বিভিন্ন স্টেশনে থমকে ট্রেন, লাইন ধরে হাঁটতে হচ্ছে যাত্রীদের। তার মধ্যেই দমকলের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি হয়েছে আজ। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। বাইকে আগুন ধরানো হয়। মুড়িমুড়কির মতো ইটবৃষ্টি, একসময়ে আগুনও জ্বলতে দেখা যায়। এদিকে পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে, তান্ত্রিকের নির্দেশেই খুন করা হয় তিলজলার শিশুকন্যাকে! ধৃত অলক সাউকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য, দাবি পুলিশের। সূত্রের আরও দাবি, অলক মেনে নিয়েছে তার কোনও সন্তান নেই। স্ত্রী-রও বেশ কয়েক বার গর্ভপাত হয়। সেই কারণেই তান্ত্রিকের নির্দেশ মেনে প্রতিবেশীর ৭ বছরের শিশুকন্যাকে অপহরণ করে খুনের পরিকল্পনা করেছিল! ধৃতের দাবির সত্যতা যাচাই করে তান্ত্রিকের সন্ধান চালাবে তিলজলা থানার পুলিশ।


আরও পড়ুন:আসছে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গে কড়কড় বাজ, ঝড়ের ইঙ্গিত কোথায় কোথায় ?