নয়াদিল্লি : আবারও, চিন্তা বাড়াচ্ছে করোনা ভাইরাস ( Coronavirus )। ভারতে কোভিড -১৯ ( Covid 19 ) আক্রান্তের সংখ্যা বাড়ছে লক্ষণীয় হারে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে , এক দিনে প্রায় ২ হাজার জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৮০৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা রীতিমতো চিন্তার বিষয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর পাশাপাশি, করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ১৩৪ দিন পর ১০ হাজার অতিক্রম করেছে। বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১০৩০০ ।
এছাড়া
- daily positivity rate এখন ৩.১৯ শতাংশে এবং
- weekly positivity rate এখন ১.৩৯ শতাংশ।
- সক্রিয় কেসের সংখ্যা ১০,৩০০।
- এই তথ্য সোমবার সকাল ৮ টায় আপডেট করা হয়েছে। রবিবার, স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে সক্রিয় কেসের সংখ্যা ছিল ৯৪৩৩ ।
গত ২৪ ঘন্টার ব্যবধানে চণ্ডীগড়, গুজরাত, হিমাচল প্রদেশ এবং উত্তর প্রদেশে একজন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টার ৬ টি মৃত্য ধরে এখন করোনা আক্রান্তের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৩০,৮৩৭ এ পৌঁছেছে।
আরও পড়ুন :
শহরে ফের করোনা আক্রান্তের মৃত্যু, দুই হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন মৃতের পরিবারের
বর্তমানে সারা দেশে কোভিড থেকে সেরে ওঠার হার ৯৮.৭৯ শতাংশ। কোভিড কেসের মোট সংখ্যা এখন ৪.৪৭ কোটি (৪,৪৭,০৫,৯৫২) । এই রোগ থেকে সুস্থ হওয়া মানুষেক সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪১,৬৪,৮১৫। বর্তমানে দেশে কোভিড-মৃত্যুর হার ১.১৯ শতাংশ । মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, সারা দেশে কোভিড ভ্যাকসিনেশন ড্রাইভের অধীনে এ পর্যন্ত কোভিড ভ্যাকসিনের ২২০.৬৫ কোটি ডোজ দেওয়া হয়েছে।
বাংলায় করোনা আক্রান্তের মৃত্যু
করোনার নতুন করে বৃদ্ধি নিয়ে নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ যখন বাড়ছে, তখন, কলকাতায় এক করোনা আক্রান্তের মৃত্যুর ঘটনায়, সল্টলেক আমরি এবং বেলেঘাটা আইডি হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল মৃতের পরিবার। গোবিন্দ কুণ্ডু নামে ৭২ বছরের ওই রোগী শনিবার সকাল ৭টা ২৭ মিনিটে বেলেঘাটা আইডি হাসপাতালে মারা যান। মৃত্যুর কারণ - করোনা সংক্রমণ। পরিবারের অভিযোগ, করোনা পজিটিভ হওয়ার পরে, রোগীকে অন্যত্র স্থানান্তরের জন্য চাপ দেয় সল্টলেক আমরি কর্তৃপক্ষ। যদিও, সল্টলেক আমরি কর্তৃপক্ষের দাবি, আইসোলেশন বেড অপ্রতুল। সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য রোগীকে বেলেঘাটা আইডি-তে স্থানান্তরের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল।