কলকাতা: মেরামতির কাজের জন্য শনিবার ১২ ঘণ্টা শিয়ালদা-নৈহাটি রুটে ট্রেন বন্ধ । শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত সমস্ত ট্রেন চলাচল বন্ধ। মেরামতির কাজের জন্য শিয়ালদা-রানাঘাট লাইনে সমস্ত লোকাল ট্রেন বাতিল।
- নৈহাটি-শিয়ালদা শাখায় বাতিল করা হয়েছে ১৪টি ট্রেন।
- রেল সূত্রে জানা গেছে, নৈহাটি ও শিয়ালদা স্টেশনের মাঝে রেললাইন মেরামতির কাজ চলবে।
- এর জেরে আপ ও ডাউন মিলিয়ে শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-নৈহাটি, শিয়ালদা-ব্যারাকপুর লোকাল ও কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে।
শনিবার ট্রেন বাতিল:
- 31629 আপ শিয়ালদা – রানাঘাট লোকাল
- 31636 ডাউন রানাঘাট- শিয়ালদা লোকাল
রবিবার বাতিল থাকবে:
- 31617 আপ শিয়ালদা- রানাঘাট লোকাল
- 31622 ডাউন রানাঘাট-শিয়ালদা লোকাল
- 31471 এবং 31415 আপ শিয়ালদা- নৈহাটির লোকাল
- 31418 এবং 31420 ডাউন নৈহাটি-শিয়ালদা লোকাল
- 31317 আপ শিয়ালদা- কল্যাণী সীমান্ত লোকাল
- 31318 ডাউন কল্যাণী সীমান্ত- শিয়ালদা লোকাল
- 31213 এবং 31221 আপ শিয়ালদা – ব্যারাকপুর লোকাল
- 31214 এবং 31222 ডাউন ব্যারাকপুর- শিয়ালদা লোকাল
এদিনই শিয়ালদা-ক্যানিং (Sealdah-Canning) শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। চম্পাহাটি স্টেশনের কাছে রেলগেটের ওপর একটি লরি বিকল হয়ে যায়। এর জেরে ট্রেন দাঁড়িয়ে পড়ে। সকাল ৮টা থেকে ভোগান্তি শুরু হয়। একাধিক স্টেশনে যাত্রীদের ভিড় জমতে শুরু করে। শিয়ালদা-ক্যানিং শাখায় ডাউন লাইনে (Down Line) ট্রেন চলাচল করলেও, আপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রায় পৌনে দু ঘণ্টা আটকে থাকার পর লরিটি সরানো হলে ট্রেন চলাচল শুরু হয়। তারমধ্যেই বিপুল ভোগান্তিতে পড়েছিলেন নিত্যযাত্রীরা।
আরও পড়ুন: Abhijit Banerjee: কিছু বলার নেই, নিয়োগ দুর্নীতিতে বিচারপতির প্রশ্ন প্রসঙ্গে মন্তব্য নোবেলজয়ীর