নয়াদিল্লি: হোমি আদজানিয়ার (Homi Adjania) পরবর্তী প্রজেক্টে জুটি বাঁধতে চলেছেন সারা আলি খান (Sara Ali Khan) ও অর্জুন কপূর (Arjun Kapoor)। সূত্রের খবর, অর্জুন কপূরের সঙ্গে কথা বলার পর তিনি সারা আলি খানের কাছে প্রস্তাব নিয়ে যান। 'ককটেল' (Cocktail), 'অংরেজি মিডিয়াম' (Angrezi Medium), 'রাবতা'র (Raabta) মতো ছবির পরিচালক হোমি আদজানিয়া তাঁর পরের ছবিতে এই জুটি নিয়ে কাজ করতে চান। যদিও তাঁরা এখনও চুক্তি সই করেননি কিন্তু নাম ঠিক হয়ে গেছে।


হোমি আদজানিয়ার পরবর্তী ছবির নাম প্রকাশ্যে


হোমি আদজানিয়া পরিচালিত তাঁর আগামী ছবির নাম এল প্রকাশ্যে। ছবিতে শোনা যাচ্ছে জুটি বাঁধবেন অর্জুন কপূর ও সারা আলি খান। তবে তাঁরা এখনও নিশ্চিত করে অফিসিয়ালি কিছু জানাননি। এদিকে ঠিক হয়ে গিয়েছে ছবির নাম। হোমির পরবর্তী এই ছবির নাম 'মার্ডার মুবারক'। হরর কমেডি ঘরানার ছবি বলে এটি জানা যাচ্ছে। শোনা যাচ্ছে দুই অভিনেতারই ছবির গল্প খুব পছন্দ হয়েছে। আপাতত প্রি-প্রোডাকশনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তারপরই অফিসিয়াল ঘোষণা করা হবে বলে খবর সূত্রের। 


প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে 'কুত্তে'। সেই ছবিতে অর্জুন কপূরকে অভিনয় করতে দেখা গেছে। সঙ্গে ছিলেন তব্বু, রাধিকা মদন প্রমুখ। দুর্দান্ত স্টারকাস্ট সত্ত্বেও থ্রিলার ঘরানার এই ছবি বক্স অফিসে বিশেষ লাভ করতে পারেনি। এছাড়া তাঁর ঝুলিতে রয়েছে 'লেডি কিলার' ও 'মেরি পত্নী কা রিমেক'। অন্যদিকে সারা আলি খানের হাতে রয়েছে লক্ষ্মণ উতেকরের পরবর্তী ছবি, যার নাম এখনও ঠিক হয়নি। 'অতরঙ্গি রে' ছবিতে শেষ তাঁকে দেখা গিয়েছিল। এছাড়া তাঁর ঝুলিকে রয়েছে 'গ্যাসলাইট', 'অ্যায় বতন মেরে বতন' ও জগন শক্তির পরবর্তী ছবি।


আরও পড়ুন: 'Pathaan' Release: গুজরাতে 'পাঠান' মুক্তির সময়ে পুলিশি নিরাপত্তার আশ্বাস মিলল সরকারের তরফে


অন্যদিকে, সম্প্রতি 'কুত্তে' ছবির প্রচারে এসে জাহ্নবী কপূর সম্পর্কে অর্জুন বলেন, 'ও (জাহ্নবী কপূর) ক্ষুধার্ত। ও নিরাপত্তাহীনতায় ভোগে। ও চিন্তায় থাকে। আর ওর নিজের দক্ষতা সম্পর্কে কোনও আত্মবিশ্বাসই নেই। ওর পছন্দ বেশ চমকপ্রদ। আমার মনে হয়, ও যেকোনও পরিস্থিতির জন্য তৈরি থাকে।' বোনের দক্ষতা প্রসঙ্গে অর্জুন জানান যে, জাহ্নবী কপূরের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হতে চলেছে। আর কোনও নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে তিনি ভয় পান না। অভিনেতা বলেন, 'ও ঝুঁকি নেয় আর নিজেকে উন্নত করতে থাকে। আমার মনে হয় ওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। আমরা দুজনে প্রচুর কথা বলি। পুরনো হিন্দি ছবি নিয়ে কথা হয় আমাদের মধ্যে। ঠিক যে ছবিগুলির মতো ছবিতে ও অভিনয় করতে চায়, সেগুলো একসঙ্গে দেখি। কাজের প্রসঙ্গে কথা বলার ওর একটা নিজস্ব কায়দা রয়েছে।'