সুদীপ্ত আচার্য ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা : দুর্গাপুজোর (Durgapuja) আগে খিদিরপুর (Khidirpur) থেকে এসপ্ল্যানেড (Esplaned) ও বিধাননগর (Bidhannagar) থেকে রাজাবাজার পর্যন্ত ট্রাম চালাতে চায় পরিবহণ দফতর। এর জন্য ডাকা হয়েছে টেন্ডার। এ বছরের শুরুতে ৫টি রুটে ট্রাম চলাচল শুরু হলেও পরে মেট্রোর কাজের জন্য ৩টি রুটে পরিষেবা বন্ধ হয়ে যায়। 


২০২০-র মে মাসে ঘূর্ণিঝড় আমফানের (Amphan) তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছিল কলকাতা (Kolkata)। বহু জায়গায় ছিঁড়ে পড়ে যায় ট্রামের তার, ট্র্যাকশন পোল। এর জেরে অনেকগুলি রুটে ট্রাম পরিষেবা বন্ধ হয়ে যায়।  


পরিবহণ দফতর (Wb Transport Department) সূত্রে খবর, এখন টালিগঞ্জ থেকে বালিগঞ্জ ও গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড এই ২টি রুটে ট্রাম পরিষেবা চালু আছে। এই পরিস্থিতিতে পরিবহণ দফতর দুর্গা পুজোর আগে এসপ্ল্যানেড থেকে খিদিরপুর এবং বিধাননগর থেকে হাওড়া ব্রিজ রুটে অন্তত রাজাবাজার পর্যন্ত ট্রাম পরিষেবা চালু করতে চায়। 


এ বছরের শুরুর দিকে টালিগঞ্জ থেকে বালিগঞ্জ। রাজাবাজার থেকে হাওড়া ব্রিজ। গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড । এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার। হাওড়া ব্রিজ থেকে শ্যামবাজার। এই ৫টি রুটে ট্রাম পরিষেবা চালু হয়। কিন্তু পরে মেট্রোর কাজের জন্য ৩টি রুটে বন্ধ হয়ে যায় ট্রাম চলাচল। 


আরও পড়ুন: Murshidabad News: ডোমকলে পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাসের, মৃত্যু চালকের, আহত কমপক্ষে ১২


আরও পড়ুন: South 24 Parganas News: বাড়ির বারান্দাতেই তৈরি হচ্ছে বন্দুক, কুলতলিতে বেআইনি অস্ত্র কারখানার পর্দাফাঁস


ট্রাম পরিষেবা চালু করার আগে ওভারহেড তার বা ট্রাকশন পোল সারানো দরকার। পরিবহণ দফতর সূত্রে খবর, এর জন্য ডাকা হয়েছে টেন্ডার। খিদিরপুর-এসপ্ল্যানেড রুটের মেরামতির আনুমানিক খরচ ধরা হয়েছে ১ কোটি ৩০ লক্ষ টাকা। বিধাননগর থেকে রাজাবাজার রুটের জন্য ৭৫ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে।