কলকাতা; ৮০ জন ডব্লুবিসিএস অফিসারের বদলি। পঞ্চায়েত নির্বাচনের আগে বদলি । রুটিন বদলি, দাবি প্রশাসনের । কিছুদিন আগেই এসএসকেএমে ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় । পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করার পরই সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য ভবন । 

‘৫ জন চিকিৎসককে বিভিন্ন জেলা থেকে বদলি করে আনা হচ্ছে। ৫ জন চিকিৎসক শুধুমাত্র ট্রমা কেয়ার সেন্টারের দায়িত্বেই থাকবেন’ নির্দেশিকা জারি করে জানায় স্বাস্থ্য ভবন।  এসএসকেএমে 'রেফার রোগ’ নিয়ে সতর্কবার্তা শোনা যায় মুখ্যমন্ত্রীর কথায়। জোর দেন সুষ্ঠু চিকিৎসা পরিষেবায়। ট্রমা কেয়ারের ব্যবস্থায় তিনি যে আদপেই খুশি নন, সেটা নিয়েও রাখঢাক করেননি মুখ্যমন্ত্রী । বললেন, 'ধরুন কোনও প্রসূতি এলেন। যদি তাঁর জন্য পরিষেবার ব্যবস্থা করতে ৬ ঘণ্টা সময় লেগে যায়, তা হলে তো উনি মারা যাবেন। এগুলি তো আপৎকালীন কেস।' পরিষেবা দেওয়ার জন্য যদি আরও লোকবল প্রয়োজন হয়, তা হলে স্বাস্থ্যসচিবের সঙ্গে কথা বলারও পরামর্শ দেন মমতা। এরপরই এই সিদ্ধান্ত। 


আদালতের ( Court )  পরামর্শ মেনে শিক্ষক বদলির ( Teacher Transfer )  ক্ষেত্রে আজ অর্থাৎ শুক্রবারই নতুন গাইডলাইন ( Teacher Transfer Guideline ) জারি করতে পারে রাজ্য, হাইকোর্টে ( Calcutta High Court ) জানালেন অ্যাডভোকেট জেনারেল।                       


নতুন নির্দেশিকা আসলেই জেলা স্কুল পরিদর্শকদের দ্রুত সেই নীতি বাস্তবায়নের জন্য তৈরি থাকতে বলুন, শিক্ষা দফতরের আইনজীবীকে পরামর্শ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এর আগে স্কুলে শিক্ষক বদলি নীতি নিয়ে বারবার উষ্মা প্রকাশ করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু ( Justice Biswajit Basu ) । তিনি বলেছিলেন, ' যেখানে ছাত্র নেই কিন্তু প্রয়োজনের অতিরিক্ত শিক্ষক আছে সেখান থেকে শিক্ষক অন্যত্র বদলি করুন, শিক্ষক কম রয়েছে এমন স্কুল ছেড়ে অন্য স্কুলে যাওয়ার বিরোধিতা কোনও শিক্ষক করলে তাঁকে বরখাস্ত করুন। ' কিছুদিন আগে এই মত প্রকাশ করেছিলেন বিচারপতি বসু। ' সবাই বাড়ির পাশের স্কুলে বদলি চাইলে স্কুল চলবে কী করে? ' মন্তব্য করেছিলেন তিনি। রাজ্যকে বদলি নীতিতে বদল আনার অনুরোধ করেছিলেন বিচারপতি বসু।     


 


আরও পড়ুন: BJP: নজরে ওবিসি ভোট, ৯ দিনে বাংলার ৫ হাজার বাড়িতে পৌঁছোনোর পরিকল্পনা বিজেপির ওবিসি মোর্চা