হাসনাবাদ: হাসনাবাদে বিজেপি মহিলা প্রার্থীর বাড়ির সামনে রাতে বোমাবাজির অভিযোগ উঠল। বাড়ির সামনে থেকে উদ্ধার বোমা, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হাসনাবাদ থানার আমলানি গ্রাম পঞ্চায়েতের হরিপুর দাসপাড়ার ঘটনা। আমলানি গ্রাম পঞ্চায়েতের ১৭২ নম্বর বুথে বিজেপি প্রার্থী সঞ্চিতা ঋষি দাসের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। 'এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই, বিরোধীদের কুৎসা', পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের। বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করল পুলিশ। এই একইদিনে ফের অশান্তি বাঁধে। বনগাঁয় বোমাবাজি। বিজেপির বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের


ড্রাম ভর্তি তাজা বোমা : পঞ্চায়েত ভোটের আগে কার্যত বোমা-বারুদের ওপরেই দাঁড়িয়ে বাংলা। এর আগেও একাধিক জায়গায় পরপর বোমা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এসেছে। গতকাল মুর্শিদাবাদের ভরতপুরে, ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার। ভরতপুর থানার ভাটেরা গ্রামের মাঠের ধারে পরিত্যক্ত বাড়ি থেকে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করল ভরতপুর থানার পুলিশ। কে বা কারা এই বোমা মজুত করেছে, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। 


মাঝরাতে বাড়ির সামনে বোমাবাজি: ভয় দেখাতে এবার সিপিএমের মহিলা প্রার্থীর মাকে হুমকি-চিঠি পাঠিয়ে মেয়ে-নাতিকে খুনের হুমকি, মাঝরাতে বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। রাধাবল্লভপুর গ্রাম সংসদে সিপিএমের প্রার্থী হয়েছেন পম্পা দাস। সিপিএমের অভিযোগ, তৃণমূলের চাপের মুখেও তাঁদের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায়, এভাবে ভয় দেখানো হচ্ছে। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।   


মালদায় বোমা উদ্ধার: কিছুদিন আগেই ফের মালদায় বোমা উদ্ধার হয়। রতুয়ার চাঁদমণি বালুপুর গ্রামে চাষের জমিতে ৫০-টির মতো কৌটো বোমা পড়ে থাকতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় রতুয়া থানার পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। একে একে সমস্ত বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। পঞ্চায়েত ভোটের আগে বোমা মজুত করা হচ্ছে। 


দুই পরগনাতেই বোমাবাজি: গত ১৯ জুন উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরপুকুর গ্রামে তৃণমূল-আইএসএফ সংঘর্ষের জেরে বোমাবাজির ঘটনা ঘটে। আইএসএফ কর্মীদের অভিযোগ, তৃণমূলের দুষকৃতীরা পরপর বোমা ছোড়ে। পাল্টা তৃমমূলের দাবি হামলা চালায় আইএসএফ কর্মীরাই। 


দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের দহকন্দা গ্রামে বোমা বাঁধতে জখম দুষ্কৃতী। আহতের পরিচয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএমের দাবি, আরিফ হোসেন নামে ওই দুষকৃতী তৃণমূলের ঘনিষ্ঠ। অভিযোগ অস্বীকার করে আহত দুষকৃতী আইএসএফ সমর্থক বলে দাবি করেছে তৃণমূল। অস্বীকার আইএসএফের। গতকাল বাড়ির পাশেই বোমা বাঁধছিল আরিফ। সেইসময় বিস্ফোরণ হয়। পুলিশের কাছে বোমা বাঁধার কথা স্বীকার করেছে অভিযুক্ত। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই দুষকৃতীকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।