পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ায় পিঠোপিঠি বিজয়া সম্মিলনী তৃণমূল (TMC) ও বিজেপির (BJP)। বিজয়া সম্মিলনী থেকেই পঞ্চায়েত নির্বাচনের কাজকর্ম শুরু করে দিতে চায় দু’পক্ষ। পঞ্চায়েত ভোটের (Panchayet Poll) প্রচার পরিকল্পনা নিয়েও দলীয় স্তরে শুরু হয়েছে আলোচনা।

বিজয়া সম্মিলনী তৃণমূল ও বিজেপির: বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর তাই দুর্গা পুজো মিটতেই বাঁকুড়ায় ভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল ও বিজেপি। বিজয়া সম্মিলনী থেকেই সাংগঠনিক মেরামতের কাজ পুরোদমে শুরু করে দেওয়ার পরিকল্পনা রয়েছে দু’দলের। বাঁকুড়ায় বিজেপি বিজয়া সম্মিলনী করবে ১৫ অক্টোবর। ১৯ অক্টোবর তৃণমূলের বিজয়া সম্মিলনী। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে বিজয়া সম্মিলনী থেকে কমর বেঁধে নামছে তৃণমূল ও বিজেপি। সূত্রের খবর, দু’দলই পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে নির্দিষ্ট নির্বাচনী কৌশলও ছকে ফেলেছে।

জেলা বিজেপি সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে তারা বাড়তি নজর দেবে জঙ্গলমহল এলাকায়। আদিবাসী মহিলাদের মধ্যে থেকে জঙ্গলমহলে পঞ্চায়েতে প্রার্থী করার পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। শহর থেকে নেতাদের জঙ্গলমহলে পর্যবেক্ষক হিসেবে পাঠানোরও পরিকল্পনা রয়েছে বিজেপির। বিজেপির বাঁকুড়া জেলার সভাপতি সুনীলরুদ্র মণ্ডল বলেন, “লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। আমরা চাইছি, জঙ্গল মহলে আদিবাসী মহিলাদের প্রার্থী করতে। শহরের নেতাদের বুথে বুথে অবজারভার করে পাঠাব।’’ জেলা তৃণমূল সূত্রে খবর, দলের প্রবীণ কর্মীদের বিজয়া সম্মিলনীতে সামনের সারিতে এনে সম্মান দেওয়া হবে।  তৃণমূলের বুথ স্তরের কর্মীরা বাড়ি বাড়ি সরকারি প্রকল্পের সুফল নিয়ে প্রচার চালাবেন। তৃণমূলের বাঁকুড়া জেলার সহ সভাপতি শিবাজি বন্দ্যোপাধ্যায় বলেন, “লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। আমাদের প্রকল্পগুলি তুলে ধরব। প্রবীণদের সম্মান জানানো হবে। সরকারির উন্নয়নমূলক প্রকল্প বুথস্তরের কর্মীরা প্রচার করবেন।’’

বাঁকুড়ায় গ্রাম পঞ্চায়েত রয়েছে ১৯০টি। পঞ্চায়েত সমিতি ২২টি। ১টি জেলা পরিষদ। বাঁকুড়ায় ১২টি বিধানসভা আসন। গত বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৮টি আসন, তৃণমূল চারটি। পরে বিজেপির বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ তৃণমূলে যোগ দেন।  জঙ্গলমহল এলাকার ৩টি আসন, তালড্যাংরা, রাইপুর, রানিবাঁধ তৃণমূলের দখলে রয়েছে। সেই কারণেই বিজেপি জঙ্গলমহলে বাড়তি গুরুত্ব দিতে চাইছে। আর তৃণমূল চাইছে সরকারি প্রকল্পের প্রচার বুথস্তরে নিয়ে যেতে।

আরও পড়ুন: Jhargram News: দাঁতালদের তাণ্ডব রুখতে নয়া পদক্ষেপ, ঝাড়গ্রামে জুলজিক্যাল পার্কে এল শম্ভু ও মীনাক্ষী