কাঁথি: কাঁথিতে নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত তৃণমূলের ছাত্রনেতা শুভদীপ গিরি। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গেল শুভদীপ। 'অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের চেষ্টা করতে হবে। তিনি যেন নিম্ন আদালতে জামিন না পান, তার চেষ্টা করতে হবে পুলিশকে'। গতকাল এই নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের ছাত্র নেতা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। 


কাঁথিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় তদন্তকারী আধিকারিকের ভূমিকায় অসন্তুষ্ট হয়েছিল হাইকোর্ট। অভিযুক্তের প্রতি গা ছাড়া মনোভাব দেখানো হচ্ছে বলে মঙ্গলবার তদন্তকারী আধিকারিককে ভর্ৎসনা করে মন্তব্য করেন বিচারপতি রাজাশেখর মান্থা। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করতে হবে পুলিশকে, একথা জানিয়ে কড়া নির্দেশও দেয় আদালত। আদালতের নির্দেশের পরও বাড়িতে হামলা হয়েছে, তারপরেও পুলিশ পিকেট বসানো হয়নি কেন বলেও প্রশ্ন তোলে হাইকোর্ট। 


পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ধর্ষণের অভিযোগের মামলায় তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। বুধবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে,প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভদীপ গিরি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।


গত বছর এক স্কুল  ছাত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে কাঁথির তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভদীপ গিরির নাম জড়ায়। ১০ জানুয়ারি কাঁথির মহিলা থানায় টিএমসিপি নেতা শুভদীপ গিরি এবং তাঁর মা-বাবার নামে FIR দায়ের করে নাবালিকার পরিবার।


পকসো আইন-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করে পুলিশ। কিন্তু, সেই এফআইআরের প্রেক্ষিতে পুলিশ কাউকে গ্রেফতার করেনি। উল্টে পুলিশের প্রত্যক্ষ মদতে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।ই প্রেক্ষাপটেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। সেই মামলায় মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা পুলিশের তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা করে বলেন, আপনি অভিযুক্তের প্রতি দুর্বলতা দেখাচ্ছেন। অভিযুক্ত কোথায় আছেন, আপনি তা জানেন। ইচ্ছে করে ধরছেন না! আপনার গা ছাড়া মনোভাব আদালতের নজর এড়াচ্ছে না! 


বিচারপতি মান্থা নির্দেশ দেন, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করতে হবে পুলিশকে।
অভিযুক্ত যেন নিম্ন আদালত থেকে জামিন না পান, সেই চেষ্টাও করতে হবে পুলিশকে। বিচারপতি রাজাশেখর মান্থার মঙ্গলবারের এই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে, প্রধান বিচারপতির বেঞ্চে মামলা করেছেন কাঁথির তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভদীপ গিরি।


কাঁথির তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষনের অভিযোগে দায়ের হয় মামলা। অভিযোগ, গত বছরের ১৮ অক্টোবর, নাবালিকাকে দিঘার একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে শুভদীপ গিরি নামে তৃণমূল ছাত্র পরিষদের ওই নেতা। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই নাবালিকা। কাঁথি মহিলা থানায় FIR দায়ের করলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ নিগৃহীতার পরিবারের। বরং অভিযোগ প্রত্যাহারের জন্য ক্রমাগত হুমকির মুখে পড়তে হয় বলে দাবি নাবালিকার বাবা-মায়ের। এরপরেই পুলিশের প্রত্যক্ষ মদতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নিগৃহীতার পরিবার।