আশীষ বাগচি, মুর্শিদাবাদ: ফের পঞ্চায়েত ভোটের মুখে নবগ্রামে আগ্নেয়াস্ত্র (FireArms) ও গুলি সহ দুজনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)। গতকাল গভীর রাতে নবগ্রামের কানফলা এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতদের কাছে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতদের নাম জিয়ারুল শেখ ও দুলাল শেখ। ধৃতদের আজ লালবাগ কোর্টে (Lalbagh Court) তোলা হবে।


সম্প্রতি বীরভূমের নানুরের (Nanoor) পাকুড়হাস গ্রাম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল(Fire Arms)। গোপন সূত্রে খবর পেয়ে, সফিক শেখকে গ্রেফতার করেছিল নানুর থানার পুলিশ। তার কাছ থেকে একটি ৯ মিমি পিস্তল, দুটি ৭.৬৫ মিমি  পিস্তল, ৫ রাউন্ড ৮মিমি কার্তুজ, ২ রাউন্ড ৯ মিমি কার্তুজ, ৬ রাউন্ড ৭.৬৫ মিমি কার্তুজ, ৬ কেজি গান পাউডার, ৪ কেজি ইয়েলো গান পাউডার উদ্ধার করেছিল পুলিশ।


অপরদিকে, নলহাটি থানার নাচপাহাড়ি গ্রাম থেকে উদ্ধার হয়েছিল একাধিক অস্ত্র। বীরভূমের সাঁইথিয়ার গ্রামে দু-পক্ষের বোমাবাজিতে হাত-পা উড়ে গিয়েছিল এক যুবকের। গুরুতরভাবে জখম হয় এক নাবালকও। সেই ঘটনায় সেবার আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। ফের সেই জেলাতেই অস্ত্র উদ্ধার হয়েছি।   নাচপাহাড়ি গ্রাম থেকে উদ্ধার হয়েছিল ২টি নাইন এমএম, একটি ওয়ান শটার ও ১১ রাউন্ড গুলি উদ্ধার। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয় ১ জনকে।


আরও পড়ুন, 'BJP বিধায়ক এলাকায় ঢুকলে ঝাঁটাপেটা করুন', ফের বিস্ফোরক তৃণমূল নেতা-নেত্রী


মূলত যেখানে ওই অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছিল, ওই এলাকাটি ঝাড়খণ্ড সীমানার কাছে বলে জানা যায়। সেখানে বাইকআরোহীকে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করেছিল পুলিশ। পরে ওই ব্যক্তির ব্যাগ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে ২টি নাইনএমএম ও একটি ওয়ান শাটার ছিল। এছাড়াও তার কাছ থেকে ১১ রাউন্ড গুলি পাওয়া গিয়েছিল।কী কারণে এই অস্ত্র নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি। কোথায় যাচ্ছিল। তারই খোঁজ করার চেষ্টা চালিয়েছিল পুলিশ। কারও কাছে কী অস্ত্র বিক্রির পরিকল্পনা ছিল ? সেটাও খতিয়ে সেবার পুলিশ। তবে এত অস্ত্র আসছে কোথা থেকে, বারবার এই প্রশ্ন উঠে আসছিল। সিউড়িতে একটি সরকারি অনুষ্ঠানে এসে মন্ত্রী ফিরহাদ হাকিম অভিযোগ করেছিলেন, 'ঝাড়খণ্ড থেকে প্রচুর অস্ত্র ঢুকছে বীরভূমে।'