শান্তনু নস্কর, ক্যানিং: দেড়শো টাকা দিয়ে টিকিট কেটে কিছু সময়ের মধ্যেই হাতে পেলেন একেবারে কোটি টাকা। এটি কোনও গল্প নয়, বরং একেবারেই বাস্তব ঘটনা। পেশায় অটোচালক দুই ব্যক্তি অভ্যাস বশত একযোগেই কেটেছিলেন টিকিট। আর তাতেই কেল্লা ফতে।
ঠিক কী ঘটেছে?
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার গোপালপুর পঞ্চায়েতের হেরোভাঙ্গা বাজারের কাছে দুই অটো চালক ভরত সিং ও বিশ্বজিৎ সুই বৃহস্পতিবার সন্ধ্যায় তারা স্থানীয় এক লটারির দোকান থেকে দেড়শো টাকার টিকিট কাটেন। এরপর প্রায় ঘণ্টাখানেক পর তাঁরা জানতে পারেন দুজনের মিলিত টিকিটে এক কোটি টাকা প্রথম পুরস্কার পেয়েছেন। পেশায় অটো চালক ভরত সিং ও বিশ্বজিৎ সুঁই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তার কারণে তাঁরা টিকিটের জেরক্স নিয়ে সোজা ক্যানিং থানায় উপস্থিত হন। এই ঘটনায় ক্যানিং থানার পুলিশ তাদের সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।
এই টাকা নিয়ে কী করবেন দুই অটোচালক সে প্রশ্ন প্রসঙ্গে ভরত সিং বলেন, "আমরা তো গরীব মানুষ। কিছু ধার দেনা আছে। সেগুলি শোধ করব। ছোট করে একটা বাড়ি করব। কিছুটা অর্থ সমাজসেবামূলক কাজেও দান করব।" অন্যদিকে, বিশ্বজিৎ সুই বলেন, "খুব আনন্দ হচ্ছে জেতায়। কিছুটা হলেও দুঃখের সময় কাটবে।"
এদিকে এই লটারির টিকিট নিয়েই সম্প্রতি এক ছবি ভাইরাল হয়। যেখানে লেখা থাকে, লটারিতে কোটিপতি 'অনুব্রত মণ্ডল'! ডিয়ার লটারিতে কোটিপতি হয়েছেন ‘অনুব্রত মণ্ডল’, এমনই দাবি করে প্রকাশিত একটি ভিডিও ভাইরাল হয়েছে। তৃণমূল নেতার নাম সহ ছবিও ব্যবহৃত হয়েছে যেখানে! দাবি, নাগাল্যান্ডের ডিয়ার লটারির অন্তর্গত ডিয়ার লটারিতে কোটিপতি হয়েছে 'অনুব্রত মণ্ডল'। গত ৭ ডিসেম্বর ৬ টাকাতে কাটা লটারির টিকিটে 'অনুব্রত মণ্ডল' ১ কোটি টাকা পেয়েছেন বলেই দাবি। যদিও ভাইরাল হওয়া ভিডিও-র সতত্য যাচাই করেনি এবিপি লাইভ। গোটা বিষয়টি নিয়ে বীরভূমের তৃণমূল নেতার কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে এবিষয়ে মন্তব্য করতে রাজি হননি অনুব্রত মণ্ডল। যদিও, সূত্রের খবর, তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে অনুব্রত মণ্ডলকে নির্দেশ দেওয়া হয়েছে, গোটা বিষয়টি ভুয়ো হলে, তিনি যেন স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন।