তুহিন অধিকারী, বাঁকুড়া: ক্রেতা সেজে এসে গহনা ও দামী ধাতুর বাসনের দোকানে ঢুকে দোকানদারের অসতর্কতার সুযোগ নিয়ে ক্যাশবাক্স থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura News) পাত্রসায়ের থানার পান্ডুয়া বাজারে। এই ঘটনাটির খবর পাওয়ার পরেই পাত্রসায়ের থানার পুলিশ তদন্তে নামে। তাতে তারা জানতে পেরেছে বাইক নিয়ে দুষ্কৃতীদের পালিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে স্থানীয় একটি দোকানের সিসিটিভি ক্যামেরায়। তাদের শনাক্ত করে তল্লাশি চালানো হচ্ছে।


আরও পড়ুন: RG Kar Case: '৬ অগাস্টের স্বাস্থ্য দফতরের অর্ডার কপির মধ্যে লুকিয়ে আরজি কর কাণ্ডের রহস্য,' কী আছে কপিতে ?


স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুই যুবক ক্রেতা সেজে পাত্রসায়ের থানার পান্ডুয়া বাজারের একটি গহনা ও বাসনের দোকানে যায়। দোকানদারকে একটি পিতলের বালতি প্যাক করে দিতে বলে। দোকানদার বালতিটি যখন প্যাকিং করছিলেন তখন তাঁর অসতর্কতার সুযোগ নিয়ে এক যুবক দোকানের ক্যাশবাক্স থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এরপর বাইক নিয়ে এক যুবক দোকান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে দোকানদার ওই যুবককে বালতিটি নিয়ে যাওয়ার জন্য হাঁকডাক শুরু করেন। 


আরও পড়ুন: RG Kar Case : ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, গাড়িতে তুলল ED, সেমিনার হলে ভাইরাল ভিডিয়োর সন্দীপ-ঘনিষ্ঠ প্রসূন আটক


আর এতেই দুষ্কৃতীরা মনে করে যে দোকানদার তাদের চুরির ঘটনা টের পেয়ে গেছে। এরপরই তড়িঘড়ি একজন দুষ্কৃতী বাইক নিয়ে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে। অপর দুষ্কৃতী ভয়ে চলন্ত সেই বাইকের পিছনে চাপার চেষ্টা করে। কিন্তু, বাইকের গতি জোরে থাকায় তাতে সহজে চাপতে পারেনি ওই দুষ্কৃতী। চলন্ত বাইকের পিছন ধরে বেশ কিছুটা ঘষটে যাওয়ার পর কোনওক্রমে ওই বাইকে চেপে দুই দুষ্কৃতী পালিয়ে যেতে সমর্থ হয়। স্থানীয় একটি দোকানের সিসি ক্যামেরায় সেই ছবি ধরাও পড়ে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ছবি খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে আশপাশের দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Kolkata News : খাস কলকাতায় মেয়েকে বাড়িতে আটকে রেখে যৌন-নির্যাতন, অবশেষে কী সাজা বাবার?