Bengaluru News: রাইড বাতিল করায় ওলা অটো ড্রাইভারের কাছে নিগৃহীতা হলেন বেঙ্গালুরুর এক মহিলা। ওলা অ্যাপের মাধ্যমে অটো বুক (Auto Driver) করেছিলেন সেই মহিলা এবং তারপর সেই রাইড বাতিল করে দেওয়ায় মহিলাকে চড় মারেন এক অটো চালক। আর সেই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। অন্য এক অটোয় (Bengaluru Woman Slapped) বসে থাকার সময় সেই মহিলার সঙ্গে অটো চালকের বচসা, তর্কাতর্কি চলতে থাকে এবং সেই ভিডিয়োতে (Viral Video) দেখা যায় অটো চালক মহিলার হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন। আদপে কী ঘটেছিল ?
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, উত্তেজিত সেই অটো চালক মহিলাকে উদ্দেশ্য করে অত্যন্ত অশালীনভাবে বলছেন যে তাঁর বাবা অটোর গ্যাসের পয়সা দেয় কিনা। মহিলা তখন স্পষ্টই জানায় যে তিনি পুলিশে অভিযোগ দায়ের করবেন। আর তাতেও অটো চালক বিন্দুমাত্র দ্বিধা না করে বলেন যে সেই মহিলা চাইলে তাঁর বিরুদ্ধে যা খুশি তাই করতে পারেন, তাতে তাঁর কিছুই যায় আসে না। সেই মহিলা তাঁকে পালটা প্রশ্ন করেন যে তিনি তাঁকে কেন চড় মারলেন, আর তাতেই উত্তেজিত অটোচালক জোর করে মহিলার হাত থেকে ফোন ছিনিয়ে নিতে চান।
অটো চালক মহিলাকে বলেন যে তাঁর অটোতে উঠে বসতে এবং তিনিই তাঁকে থানায় নিয়ে যাবেন, কিন্তু মহিলা তা অস্বীকার করেন। ভিডিয়োর শেষে দেখা যায় সেই অটো চালক অন্যত্র চলে যান। অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ট্রাফিক অ্যান্ড রোড সেফটি অলোক কুমার এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, এই ধরনের ব্যবহার কখনই মার্জনা করা যায় না। এই ব্যক্তির কারণেই অটো চালকদের সম্প্রদায়কে নিয়ে একটা খারাপ মনোভাব পোষণ করেন সাধারণ মানুষ। সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে কড়া পদক্ষেপ করার জন্য। মাগাড়ি রোড পুলিশ এই অটো চালককে গ্রেফতার করেছেন। তাঁর এই অপরাধের বিরুদ্ধে তাকে যথোপযুক্ত সাজা দেওয়া হবে।
সেই মহিলা পুলিশকে জানান যে, তিনি ও তাঁর এক বন্ধু ওলাতে দুটো অটো বুক করেন ব্যস্ত সময়ে এবং এর মধ্যে একটি অটো তাড়াতাড়ি চলে আসে আর তাই অন্য অটোটি তাঁর বাতিল করেন। ফলে সেই অটো চালক তাদের পিছু ধাওয়া করেন ও এক জায়গায় গিয়ে তাদের দুর্ব্যবহার করেন।
আরও পড়ুন: Viral Video: রেললাইনে শুয়ে নাক ডেকে ঘুম, ট্রেনের হুইসেলেও খুলল না চোখ! এরপর যা হল চমকে ওঠার অবস্থা!