সঞ্চয়ন মিত্র, কলকাতা: এবার পুজো (Durga Puja 2022) দেখা আক্ষরিক অর্থেই সপরিবারে। পুজো মণ্ডপে যাওয়া যাবে পোষ্যকে নিয়েও। পোষ্যবান্ধব (pet friendly) বলে ঘোষণা করেছে কলকাতার (Kolkata) দুটি পুজো কমিটি (Puja Committee)।
এবার পুজো পোষ্য সমেত
সম্প্রতি কেদারনাথ মন্দিরে (Kedarnath Temple) পোষ্য সারমেয়কে নিয়ে গিয়ে বিপদে পড়েছিলেন এক দম্পতি। গোটা দেশে চর্চার বিষয় হয়ে ওঠে সেই ঘটনা। তখন থেকেই ভাবনার শুরু। ভাবনার ফসল হিসেবে এবার নিজেদের পোষ্যবান্ধব বলে ঘোষণা করল কলকাতার দুটি পুজো কমিটি।
বাড়িতে পোষ্য থাকায় অনেকেই দুর্গাপুজোয় ঠাকুর দেখতে যেতে পারেন না। তাঁদের কথা ভেবেই এই উদ্যোগ। উত্তর কলকাতার বিধান সরণি অ্যাটলাস ক্লাব এবার তিনদিন খোলা থাকছে, তাঁদের জন্য, যাঁরা শুধুমাত্র পোষ্য নিয়ে যারা ঠাকুর দেখতে বেরোবেন।
দক্ষিণে বেহালা ক্লাব এবার ডাক দিয়েছে, পরিবারের সবাই মিলে ঠাকুর দেখতে আসুন। এবার আর পুজোর ভিড়ে পোষ্যদের নিয়ে ঘরে বসে থাকতে হবে না। বাড়ির খুদে সদস্যদের সঙ্গে যেমন দুর্গা লক্ষ্মী সরস্বতীর সঙ্গে আলাপ করিয়ে দেন তেমনই এবার বাড়ির পোষ্যটিকেও আলাপ করিয়ে দিন সিংহ, হাঁস কিম্বা ময়ূর, ইঁদুর, পেঁচার সঙ্গে।
অন্যদিকে রাজ্য সরকারের পুজো অনুদান নিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে তৃতীয় মামলা। ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা এবং বিদ্যুৎ বিলে ছাড় দেওয়ার বিরোধিতায় মামলা দায়ের হয়েছে। পুজো অনুদানের বিরোধিতা করে গত পরশু হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছিল ২টি মামলা। মহার্ঘ ভাতা না দিয়ে কেন অনুদান? এই প্রশ্ন তুলেই মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: Abhishek Banerjee: পঞ্চায়েতে পাখির চোখ চা-বলয়, তৃণমূলের ভোট প্রচারে জনসভা অভিষেকের
মহার্ঘ ভাতা নিয়ে প্রশ্ন
চলতি বছরের ২০ মে, সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ৩ মাসের মধ্যে মিটিয়ে দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সময়সীমার আড়াই মাসের মাথায়, এই নির্দেশ, পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। অভিযোগ উঠেছে যে যেখানে ডিএ নিয়ে এত টালবাহানা করছে রাজ্য। সেখানে কেন এভাবে বরাদ্দের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে? পরিসংখ্যান বলছে এই মুহূর্তে কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে DA-র ফারাক ৩১ শতাংশ।