জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: আচমকা দুর্ঘটনা (accident)। শেষ হয়ে গেল দুটি তরতাজা প্রাণ। এসেছিলেন বন্ধুকে স্টেশনে (Station) ছাড়তে। তখনই রেললাইন পারাপারের (Rail Crossing) সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হয় দুই যুবকের।


মর্মান্তিক দুর্ঘটনায় হারিয়ে গেল দুটি তাজা প্রাণ


মহেশতলায় আকড়া স্টেশনে বন্ধুকে ছাড়তে এসেছিলেন। তখনই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। অন্যমনস্কভাবে রেললাইন পারাপারের সময় ঘটে এই দুর্ঘটনা। মৃত দুই  যুবক কর্মসূত্রে একই কোম্পানিতে চাকরি করেন।


পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে আনুমানিক সাড়ে ৯টা নাগাদ অফিসের কোনও টাকা দেওয়ার জন্য এক বন্ধু অপর বন্ধুর কাছে আসে। নোদাখালি থানার বাখরাহাটের বাসিন্দা বছর চল্লিশের সুরজিৎ ভৌমিক, আকড়ার জগন্নাথ নগরের বাসিন্দা পঁচিশ বছর বয়সী শিভম সর্দারের কাছে এসেছিল। কাজ শেষে বন্ধুকে আকড়া স্টেশনে ছাড়তে যাচ্ছিল শিভম।


ঠিক সেই সময় আপ ও ডাউন দুই লাইনে দুটি ট্রেন একই সঙ্গে চলে আসে। প্রত্যক্ষদর্শীদের মতে, নিয়ম অনুযায়ী দুটি ট্রেন ক্রস করার সময় ট্রেনের সামনে থাকা আলো নিভিয়ে একে অপরকে যাতায়াতের সুবিধা করে দেয়। আর এই আলো নিভিয়ে দেওয়ার দরুন কোনও ট্রেন আসছে কিনা তা বুঝতে পারেনি ওই দুই যুবক। তাতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। রাতেই জিআরপি দেহ দুটিকে রেললাইন থেকে তুলে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুতে দুটি পরিবারেই শোকের ছায়া নেমে এসেছে।


আরও পড়ুন: South 24 Paraganas: তৃণমূলের বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, অল্পের জন্য রক্ষা


অন্যদিকে কলকাতায় পথ দুর্ঘটনা। আজ সকাল পৌনে ৮টা নাগাদ পুলিশ ট্রেনিং স্কুলের সামনে বারাসাত-বি গার্ডেন রুটের দুটি বাস রেষারেষি করছিল। অভিযোগ, সেই সময় একটি বাস এক পথচারীকে ধাক্কা মারে। তিনি গুরুতর আহত হন। তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ওই বাসের চালককে আটক করেছে।