সন্দীপ সরকার, কলকাতা: প্রতিমা বিসর্জন দিতে এসে আহিরিটোলা ঘাটে গঙ্গায় ডুবে মৃত্যু হল দুই যুবকের (Kolkata Death News)। মৃত দুই যুবকের নাম সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিশাল বিশ্বাস। তাঁদের বাড়ি পুরুলিয়া শহরের নাপিত পাড়ায়। পুলিশ সূত্রে খবর, ২৫-২৬ বছরের দুই যুবক দমদমে (Dumdum) থাকতেন।


গঙ্গায় ডুবে মৃত্যু হল দুই যুবকের: আনন্দের মুহূর্ত এক নিমিষেই বদলে গেল বিষাদে। প্রতিমা বিসর্জন দিতে গিয়েই চলে গেল দুই তরতাজা প্রাণ। শোকের ছায়া পুরুলিয়ার বাড়িতে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৩টে নাগাদ চার বন্ধু মিলে প্রতিমা বিসর্জন দিতে আসেন। হঠাৎই একজন পা পিছলে জলে পড়ে যান। তাঁকে বাঁচাতে গিয়ে গঙ্গায় ঝাঁপ দেন আরও এক বন্ধু। জলের তোড়ে তলিয়ে যান আরেকজনও। দীর্ঘক্ষণ খোঁজার পরও তাঁদের হদিশ মেলেনি। শেষমেশ এদিন ভোরে গঙ্গায় ডুবুরি নামানো হয়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পাওয়া যায় তাঁদের। একজনকে আহিরিটোলা ঘাট এবং আরেকজনকে কিছুটা দূরে ভূতনাথ ঘাট থেকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। দুই যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে ২ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 


এর আগে দোলের দিন দামোদর নদে ডুবে মৃত্যু হয় দুই ভাইয়ের। জানা যায়, রং খেলে ৯ জন বন্ধু মিলে স্নান করতে গিয়েছিল। স্নান করার সময় জলের তোড়ে ভেসে যায় দুই ভাই বছর ১৫-এর সোনু কুমর ও বছর ১৪-র সানি কুমার। প্রাথমিকভাবে খোঁজ শুরু করেন স্থানীয়া। পরে বড়জোড়া থানারব পুলিশ কৃষ্ণনগরের ঘাট থেকে তাদের উদ্ধার করে। বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।


ওই একইদিনে কালনার জিউধারা এলাকায় জলে ডুবে মৃত্যু হয় দুই ভাইয়ের। জানা যায়, সম্পর্কে তারা মামাতো পিসতুতো ভাই। একজনের নবম শ্রেণির ছাত্র, একজন সবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। বওই দিন রং খেলে একটি দীঘিতে স্নান করতে যায় দুই ভাই। সেখানে পৌঁছে নৌকায় ওঠে তারা। এরপর সবসুদ্ধ জলে তলিয়ে যায় দুই ভাই। তাদের উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি। কালনা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    


আরও পড়ুন: Narendra Modi: 'গরিবের জন্য টাকা পাঠিয়েছে কেন্দ্র, আর সেই টাকা লুঠ করেছে TMC' আক্রমণ মোদির